র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালিস্টের দুই অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালিস্টের দুই অধিনায়ক
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের টসের আগে হাসিমুখে স্যান্টনার ও রোহিত। ছবি : ক্রিকইনফো

ভারতকে রেকর্ড তিনবার চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন করার পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। ৭৬ রানের ইনিংস খেলে ট্রফি জয়ের সঙ্গে সেদিন ম্যাচসেরাও হয়েছিলেন ভারতীয় অধিনায়ক। এবার র‌্যাংকিংয়েও পুরস্কার পেয়েছেন তিনি।

ফাইনালের দুর্দান্ত ইনিংসটির জন্য ওয়ানডের ব্যাটারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে রোহিতের।

তার বর্তমান স্থান তিনে। শীর্ষে আছেন ভারতের আরেক ওপেনার শুবমান গিল। দুই ভারতীর মাঝে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। রোহিতের উন্নতি হওয়ায় এক ধাপ করে পিছিয়েছেন হেনরিখ ক্ল্যাসেন (৪ নম্বর) ও বিরাট কোহলি (৫ নম্বর)।

আরো পড়ুন
তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে হ্যাটট্রিক জয় মোহামেডানের

তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে হ্যাটট্রিক জয় মোহামেডানের

 

চ্যাম্পিয়নস ট্রফির দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রানার্স আপ দল নিউজিল্যান্ডের তিন ব্যাটার। এক ধাপ এগিয়ে ৬ নম্বরে আছেন ড্যারিল মিচেল। টুর্নামেন্টে দুই সেঞ্চুরি হাঁকানো রাচিন রবীন্দ্র ১৪ ধাপ এগিয়ে ১৪ নম্বরে। আর তাদের সতীর্থ গ্লেন ফিলিপস ছয় ধাপ এগিয়ে ২৪ নম্বরে।

বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারেরও।  টুর্নামেন্টে ৯ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে ২ নম্বর বোলার এখন তিনি। বিশ্বের ১ নম্বর বোলার হচ্ছেন শ্রীলঙ্কান স্পিনার মহীশ তিকশানা। ৭ উইকেট নেওয়া ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে ৩ নম্বরে আছেন। ৫ উইকেট নেওয়া রবীন্দ্র জাদেজা তিন ধাপ এগিয়ে শীর্ষ ১০ নম্বরে আছেন।

ভারতের আরেক স্পিনার বরুণ চক্রবর্তীও ৯ উইকেটে নেওয়ার পুরস্কার পেয়েছেন। ১৬ ধাপ এগিয়ে ৮০ নম্বরে আছেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে ৮ উইকেট নেওয়া মাইকেল ব্রেসওয়েলের উন্নতি হয়েছে ১০ ধাপ। কিউই অফস্পিনার আছেন ১৮ নম্বরে।

আরো পড়ুন
‘আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড’

‘আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড’

 

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই। শীর্ষে আছেন আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তবে বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে (৫ নম্বর) পেছনে ফেলে চারে ওঠেছেন কিউই অধিনায়ক স্যান্টনার। উন্নতি হয়েছে স্যান্টনারের দুই সতীর্থ ব্রেসওয়েল ও রাচিনেরও। আটে থাকা রাচিনের (৮ ধাপ উন্নতি) সাতে আছেন ব্রেসওয়েল (৭ ধাপ উন্নতি)।

মন্তব্য

সম্পর্কিত খবর

দলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব দেখছেন মিতুল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব দেখছেন মিতুল
গোলরক্ষক কোচের সঙ্গে গোলবারের নিচের তিন অতন্দ্র প্রহরী। ছবি : বাফুফে

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ উপহার দিতেই সৌদি আরবে শেষ প্রস্তুতি সারছেন কোচ হাভিয়ের কাবরেরার দল। তবে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দলের মধ্যে নাকি দারুণ প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে।

নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি খোদ স্বীকার করেছেন বাংলাদেশ দলের গোলরক্ষক মিতুল মারমা।

তিনি ছাড়া বাংলাদেশ দলে আছেন আরো দুই গোলরক্ষক। তারা হচ্ছেন- সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ। দুই সতীর্থের সঙ্গে তো হচ্ছেই অন্যান্য পজিশনেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে জানিয়েছেন মিতুল।

সৌদি আরবের তায়েফে থেকে এক ভিডিও বার্তায় মিতুল বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য যেহেতু ভারত, আমরা তাদের দুর্বল দিকগুলো নিয়ে কাজ করছি।

কি করলে আমাদের জন্য ইতিবাচক হবে, আমরা তা নিয়ে কাজ করছি। কেবল গোলকিপার পজিশন নয়, দলে প্রতিটি পজিশন নিয়েই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যারা গোলকিপার আছে আমার সাথে, ওরা দুজনেই ভালো। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করছি।
আমরা সবাই প্রস্তুত।’

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। শিলংয়ের মতোই সৌদির আবহাওয়া বলে জানিয়েছেন তিনি। বিষয়টাকে ইতিবাচক উল্লেখ করে বাংলাদেশি গোলরক্ষক বলেছেন, ‘এখানে যে পরিবেশে আমরা অনুশীলন করছি, সেটা আমাদের জন্য খুবই ভালো। যেহেতু শিলংয়ে খেলা, আমরাও এখানে একই আবহাওয়ায় অনুশীলন করার চেষ্টা করছি।

আমি মনে করি, এটা আমাদের জন্য ইতিবাচক দিক।’

মন্তব্য

বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা বাংলাদেশের
বিশ্বকাপ পর্বের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ নারী দল। ছবি : কালের কণ্ঠ

নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ মিস করেছে বাংলাদেশ দল। সরাসরি না পারলেও এ বছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপে খেলার সুযোগ এখনো রয়েছে নিগার সুলতানা জ্যোতিদের।

এ জন্য বিশ্বকাপ বাছাই পর্বের শীর্ষ দুই দল হতে হবে বাংলাদেশ। বিশ্বকাপে সুযোগ পাওয়ার লক্ষ্যেই আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টে যথারীতি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জ্যোতি।

বিশ্বকাপ বাছাই পর্বের আয়োজক পাকিস্তান। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল টুর্নামেন্টটি হবে। বাছাইপর্বে অংশ নিতে ৩ এপ্রিল লাহোরের উদ্দেশে দেশ ছাড়বেন জ্যোতি-নাহিদা আক্তাররা।

টুর্নামেন্টে মোট ছয় দল অংশ নেবে। বাংলাদেশ ও আয়োজক পাকিস্তান ছাড়া বাকি চার দল হচ্ছে- ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। বাছাইপর্বের শীর্ষ দুই দলসহ মোট ৮ দল নিয়ে ভারতে ১৩তম নারী বিশ্বকাপের আসর বসবে।

বাংলাদেশ দল :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইসমত তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক পিংকি, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মণি।

মন্তব্য

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় মাহমুদ উল্লাহর

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় মাহমুদ উল্লাহর
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদ উল্লাহ। ছবি : কালের কণ্ঠ

টেস্ট ও টি-টোয়েন্টিকে আগেই বিদায় জানিয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। ওয়ানডেটাই শুধু খেলছিলেন তিনি। আজ এই সংস্করণকেও বিদায় বলায় আন্তর্জাতিক ক্রিকেটেই ফুলস্টপ দিলেন অভিজ্ঞ ব্যাটার।

এক সপ্তাহ আগে মাহমুদ উল্লাহর সতীর্থ মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান।

উইকেটরক্ষক-ব্যাটারের এমন ঘোষণার পরেই বাতাস ভারী হতে থাকে খুব শিগগির আন্তর্জাতিক ক্রিকেটকে হয়তো বিদায় জানাবেন মাহমুদ উল্লাহ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণাটাই দিলেন তিনি।

বিদায় নিয়ে ফেসবুকে মাহমুদ উল্লাহ লিখেছেন, ‘সমস্ত প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর জন্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।

সব সময় আমাকে সমর্থন দেওয়ার জন্য সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ।’

বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়ে মাহমুদ উল্লাহ আরো লিখেছেন, ‘সব কিছু নিখুঁতভাবে শেষ হয় না, তবে একটা সময় শেষ বলে এগিয়ে যেতে হয়। শান্তি... আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভ কামনা।

ব্যাট-বল তুলে রাখার ঘোষণা দেওয়ার দুই আগে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন মাহমুদ উল্লাহ। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় তার। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে ২৩৯ ওয়ানডেতে রান করেছেন ৫৬৮৯। ৩২ ফিফটির বিপরীতে করা ৪ সেঞ্চুরিই করেছেন আইসিসির টুর্নামেন্টে।

অন্যদিকে ৫০ টেস্টের বিপরীতে মাহমুদ উল্লাহ খেলেছেন ১২১ টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত সংস্করণে ৮ ফিফটিতে করেছেন ২৪৪৪ রান। আর অভিজাত সংস্করণে ৫ সেঞ্চুরিতে করেছেন ২৯১৪ রান। ফিফটি করেছেন ১৬টি। বল হাতে সব মিলিয়ে নিয়েছেন ১৬৬ উইকেট।

মন্তব্য

তৃতীয়বারের মতো মাসসেরা গিল, মেয়েদের কিং

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
তৃতীয়বারের মতো মাসসেরা গিল, মেয়েদের কিং
ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় গিল-কিং। ছবি : আইসিসি

মাসসেরার পুরস্কার আগেও জিতেছেন শুবমান গিল। এবার তৃতীয়বারের মতো মাসসেরার পুরস্কার পেলেন ভারতীয় ওপেনার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে মেয়েদের সেরা হয়েছেন অ্যালানা কিং।

ফেব্রুয়ারি মাসে ৫ ওয়ানডে খেলেছেন গিল। চ্যাম্পিয়নস ট্রফির দুই ম্যাচের বিপরীতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলেছেন ৩ ওয়ানডে। সেই সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করার ম্যাচে কী দুর্দান্ত ব্যাটিংটাই না করেছেন তিনি। টানা তিনটি পঞ্চাশর্ধ্বো ইনিংস খেলে সিরিজসেরা হন তিনি।

যার মধ্যে সর্বশেষ ম্যাচে ছিল সেঞ্চুরি। সেই ছন্দটাই চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দুই ম্যাচেই দেখিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার বিপরীতে পাকিস্তানের বিপক্ষে করেছেন ৪৬ রান।

আরো পড়ুন
র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালিস্টের দুই অধিনায়ক

র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালিস্টের দুই অধিনায়ক

 

সবমিলিয়ে ১০১.৫০ গড়ে ৪০৬ রান করেন গিল।

তার অবিশ্বাস্য পারফরম্যান্সের কাছে হার মেনেছে স্টিভেন স্মিথ ও গ্লেন ফিলিপসের পারফরম্যান্স। ওয়ানডে থেকে সদ্য বিদায় নেওয়া অস্ট্রেলিয়ান স্মিথের ১৯৬ রানের বিপরীতে সমান ৫ ম্যাচে ২৩৬ রান করেন কিউই ব্যাটার ফিলিপস। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরের মাসসেরা খেলোয়াড় হন গিল।

আরো পড়ুন
তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে হ্যাটট্রিক জয় মোহামেডানের

তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে হ্যাটট্রিক জয় মোহামেডানের

 

গিলের মতোই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন কিং। থাইল্যান্ডের থিপাচা ‍পুথাওং ও জাতীয় দলের সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান লেগস্পিনার।

এক মাত্র অ্যাশেজে ৯ উইকেট নেন তিনি। সাদারল্যান্ড এবং বেথ মুনির পর টানা তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে এই পুরস্কর জিতেছেন কিং।

মন্তব্য

সর্বশেষ সংবাদ