উত্তেজনার পারদ চড়ছেই

মধ্যপ্রাচ্যে ডুবোজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র

  • * গাজায় এ পর্যন্ত ১৬ হাজার ৪৫৬ শিশু নিহত * যুদ্ধবিরতি আলোচনা শুরুর ডাক যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির * বাইডেনের পরিকল্পনার ভিত্তিতে আলোচনা চায় হামাস
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মধ্যপ্রাচ্যে ডুবোজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে  ইসরায়েলকে রক্ষা করতে অঞ্চলটিতে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার আহবান জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গত রবিবার এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ডুবোজাহাজ ইউএসএস জর্জিয়াকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন। সেই সঙ্গে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম যেন কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে সে জন্য তাগাদা দিয়েছেন।

এফ-৩৫সি যুদ্ধবিমানবাহী ইউএসএস আব্রাহাম মধ্যপ্রাচ্যের পথে রয়েছে। সেটি সেখানে আরেকটি মার্কিন যুদ্ধজাহাজের স্থলাভিষিক্ত হবে। হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা ফুয়াদ শোকর হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক লড়াই ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে গেছে। এই দুই হত্যাকাণ্ডে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান ও হিজবুল্লাহ গোষ্ঠী।
 

মধ্যপ্রাচ্যে ডুবোজাহজ ও যুদ্ধজাহাজ পাঠানোর পদক্ষেপ ইরানের যেকোনো হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিজ্ঞ থাকার বিষয়টিই পরিষ্কার করে তুলছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন নিজেই বলেছেন, নিজের মিত্রকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব পদক্ষেপই নেবে। গত ৩১ জুলাই তেহরানে অতিথিশালায় এক হামলায় নিহত হন হামাস নেতা হানিয়া। ওই হত্যাকাণ্ডে  ইসরায়েলকে দায়ী করেছে ইরান।

ইরান কখন কী ধরনের আক্রমণ চালিয়ে বসে তা আগেভাগে বুঝতে দেশটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইসরায়েলকে শাস্তি দিতে ইরান কী পরিকল্পনা আঁটছে, তা এখনো পরিষ্কার নয়।  কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক মেহরান কামরাভা বলেন, যুক্তরাষ্ট্রের এমন প্রকাশ্যে ডুবোজাহাজ পাঠানোর অর্থ দাঁড়ায়, এটি ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে একটি প্রতিরোধ। তবে অধ্যাপক মেহরান মনে করেন, যুক্তরাষ্ট্রের  এই পদক্ষেপ এমন কিছুর ইঙ্গিতও হতে পারে যে,  ইরান হয়তো আসলেই কিছু করতে চলেছে এবং এটি  আঘাত হানতে চলেছে। গাজায়  যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু করতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির নেতারা আহবান জানিয়েছেন।
গাজার যুদ্ধবিরতি আলোচনা নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ,  জার্মান চ্যান্সেলর ওলাফ শলত্জ এক বিবৃতিতে বলেন, আমরা এ ব্যাপারে একমত যে এটি নিয়ে আর দেরি করা যেতে পারে না। আমরা সব পক্ষের সঙ্গে কাজ করছি। উত্তেজনা কমাতে এবং স্থিতিশীলতার একটি উপায় বের করতে আমরা চেষ্টার ত্রুটি করব না।

হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতি আলোচনা অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের  উত্থাপিত পরিকল্পনার ভিত্তিতে হতে হবে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আগামী ১৫ আগস্ট আলোচনা শুরু করতে ইসরায়েল ও হামাসকে তাগাদা দিয়েছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। এ নিয়ে প্রতিক্রিয়ায় হামাস বলেছে, গত মে মাসে বাইডেন যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন, সেটির আলোকেই যে পর্যন্ত আলোচনা চলেছিল, সেই বিন্দু থেকেই পরবর্তী কথাবার্তা এগিয়ে নিতে হবে।

এদিকে ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী গত অক্টোবরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর গাজায় মোট জনসংখ্যার ১.৮ শতাংশ মানুষ নিহত হয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩৯ হাজার ৮৯৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯২ হাজার ১৫২ জন।  গতকাল সোমবার গাজার গণমাধ্যম কার্যালয় জানায়, গাজায়  নিহতদের মধ্যে ১৬ হাজার ৪৫৬ জন শিশু রয়েছে। নারী রয়েছে ১১ হাজার ৮৮ জন। এ ছাড়া ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৮৮৫ চিকিৎসা কর্মী, ১৬৮ জন সাংবাদিক এবং ৭৯ জন সিভিল ডিফেন্সের সদস্য রয়েছেন। সূত্র : এএফপি, বিবিসি, আলজাজিরা

মন্তব্য

সম্পর্কিত খবর

বিনামূল্যে ইফতার নেওয়ার জন্য অপেক্ষা করছে এক শিশু

শেয়ার
বিনামূল্যে ইফতার নেওয়ার জন্য অপেক্ষা করছে এক শিশু
আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে গত বুধবার বিনামূল্যে ইফতার নেওয়ার জন্য অপেক্ষা করছে এক শিশু। ছবি : এএফপি
মন্তব্য

বিরল ‘রক্তিম’ চন্দ্রগ্রহণ দেখল বিশ্ববাসী

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বিরল ‘রক্তিম’ চন্দ্রগ্রহণ দেখল বিশ্ববাসী

২০২২ সালের পর পৃথিবীর মানুষ আবারও ব্লাড মুন প্রত্যক্ষ করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ও আজ শুক্রবার সকালে এই বিরল দৃশ্য দেখা যায়। তবে এই মহাজাগতিক দৃশ্য বিশ্বের সব অঞ্চল থেকে দেখা যাবে না বলে এর আগে দ্য টেলিগ্রাফ জানিয়েছে। নর্থ ও সাউথ আমেরিকা থেকে ব্লাড মুন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়।

ইউরোপের কিছু অংশে চাঁদ অস্ত যাওয়ার সময় এই দৃশ্যের এক ঝলক দেখা যায়, আর পূর্ব এশিয়ায় চন্দ্রোদয়ের সময় এই ঘটনার অংশবিশেষ দেখা গেছে। সূর্য, চাঁদের মাঝখানে পৃথিবী এক সরলরেখায় চলে এলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। আর তখনই চন্দ্রগ্রহণ হয়। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অন্ধকার হয়ে গেলেও সূর্য থেকে চাঁদে পৌঁছানো একমাত্র আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যদিয়ে প্রতিসরিত হয়।
ফলে পৃথিবীর মানুষ চাঁদের লালচে, রক্তিম বা রক্তাভ রঙের চেহারা দেখতে পায়। চাঁদের এমন বিরল গ্রহণ রক্তিম চন্দ্রগ্রহণ নামেও পরিচিত। সূত্র : দ্য টেলিগ্রাফ

মন্তব্য

আমাজনে গাছ কেটে রাস্তা বানাচ্ছে ব্রাজিল

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আমাজনে গাছ কেটে রাস্তা বানাচ্ছে ব্রাজিল

ব্রাজিলে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এর জন্য নতুন সড়ক নির্মাণ করতে আমাজন বনের বিশাল জায়গার গাছ কেটে ফেলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যবিরোধী বলে ব্যাপক সমালোচনা হচ্ছে। আমাজন বনের বিশাল অংশ কার্বন শোষণ ও অনন্য জীববৈচিত্র্যের জন্য সুপরিচিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের জীবিকা নষ্ট করছে নতুন এই সড়ক।

সংরক্ষণবাদীরা বলছেন, এটি বন্যপ্রাণীদের জন্য হুমকিস্বরূপ। আমাজন শহর বেলেমে কপ-৩০ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আট মাইল দীর্ঘ, চার লেনের মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। সম্মেলনে ৫০ হাজার প্রতিনিধি আসার প্রত্যাশার কথা শোনা যাচ্ছে। এ সময় যানজট কমানোর জন্য এই সড়ক তৈরি হলেও এর ফলে কয়েক হাজার একর বন উজাড় হয়ে গেছে।
এই সড়কের একাংশ সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে যাচ্ছে। সেখানে প্রায় ৮০০ প্রজাতির উদ্ভিদ ও ছত্রাক রয়েছে। সরকারিভাবে বলা হচ্ছে, এই সড়ক নির্মাণ প্রকল্প প্রায় এক দশক আগে প্যারায়া রাজ্য সরকার অনুমোদন করলেও পরিবেশগত প্রভাবের কারণে এটি বিলম্বিত হয়েছিল। গত বছরের জুন মাসে এর নির্মাণকাজ শুরু হয়।
সূত্র : দ্য টেলিগ্রাফ

মন্তব্য
সংক্ষিপ্ত

কৃত্রিম হৃৎপিণ্ডে শতাধিক দিন পার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কৃত্রিম হৃৎপিণ্ডে শতাধিক দিন পার

অস্ট্রেলিয়ার এক ব্যক্তি সম্পূর্ণ এক কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে হাসপাতাল ছাড়ার পর ১০০ দিনেরও বেশি পাড়ি দিয়েছেন। একজন দাতার হৃদযন্ত্র না পাওয়া পর্যন্ত কৃত্রিম হৃৎপিণ্ড নিয়েই বেঁচেছিলেন তিনি। কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে এত দীর্ঘদিন কারো বেঁচে থাকার সাফল্য বিশ্বে এটাই প্রথম। অস্ট্রেলিয়ার গবেষক ও চিকিৎসকরা একে বড় ধরনের ক্লিনিক্যাল সাফল্য হিসেবে বিবেচনা করছেন।

চলতি মাসের শুরুর দিকে ওই ব্যক্তি একজন দাতার হৃৎপিণ্ড পান এবং তখন তা প্রতিস্থাপন করা হয়। কুইন্সল্যান্ডের ড. ড্যানিয়েল টিমসের উদ্ভাবিত এই বাইভেকর কৃত্রিম হৃৎপিণ্ড বিশ্বে প্রথম সম্পূর্ণ প্রতিস্থাপনযোগ্য রোটারি ব্লাড পাম্প, যা মানব হৃৎপিণ্ডের সম্পূর্ণ বিকল্প হিসেবে কাজ করতে সক্ষম। এটি চৌম্বকীয় লেভিটেশন প্রযুক্তি ব্যবহার করে সুস্থ হৃৎপিণ্ডের মতো স্বাভাবিক রক্তপ্রবাহ নিশ্চিত করে। এ ধরনের কৃত্রিম হৃৎপিণ্ড এখনো প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষার পর্যায়ে রয়েছে।
এটি সেসব রোগীর জন্য তৈরি করা হয়েছে, যারা চূড়ান্ত পর্যায়ের বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর রোগে আক্রান্ত। সূত্র : এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ