<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দুই লাখ ৩০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সামরিক জান্তা নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবেলায় বিদেশি সহায়তা চেয়েছে জান্তা প্রশাসন। দেশটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রাজধানী নেপিডো রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমার সেনাবাহিনী জানিয়েছে, বন্যায় ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। বন্যায় ঘরবাড়ি ছেড়ে আসা মানুষের থাকার জন্য অস্থায়ী ত্রাণশিবির নির্মাণ করা হয়েছে। এশিয়ায় এ বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন ইয়াগি। ঘূর্ণিঝড়টির প্রভাবে মায়ানমার ছাড়াও ভিয়েতনাম, চীন এবং ফিলিপিন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং এবং অন্য বার্মিজ কর্মকর্তারা ভারি বর্ষণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এসব স্থানে উদ্ধার প্রয়োজনীয়তা এবং ত্রাণ বিতরণের লক্ষ্যমাত্রা খতিয়ে দেখছেন তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেডিও ফ্রি এশিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বন্যায় মৃতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। তাদের তথ্য মতে, বন্যা ও ভূমিধসে অন্তত ১৬০ জনের প্রাণহানি ঘটেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার একজন উদ্ধারকর্মী বলেছেন, সিতাং নদীর পূর্ব তীরে বন্যায় ৩০০ জনেরও বেশি মানুষ আটকা পড়েছে। তবে তাদের উদ্ধারের জন্য প্রয়োজনীয়সংখ্যক নৌকা নেই।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে টাইফুন ও হারিকেন আরো শক্তিশালী হয়ে উঠছে। সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধির ফলে ঝড়গুলো আরো শক্তি সঞ্চয় করতে পারছে এবং বাতাসের গতি বেশি হচ্ছে। উষ্ণ বায়ুমণ্ডলের কারণে ভারি বৃষ্টিপাতের ঝুঁকিও বাড়ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মায়ানমারে গত তিন বছরের গৃহযুদ্ধে এমনিতেই মানুষ বিপর্যস্ত হয়ে আছে। তার ওপর বৈরী আবহাওয়ায় জনগণ আরো বিপাকে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, মায়ানমারে গৃহযুদ্ধের কারণে ২৬ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে এবং কয়েক হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, প্রায় এক কোটি ৮৬ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তারা সশস্ত্র সহিংসতা ও নৃশংসতা দেখে আতঙ্কে রয়েছে। বন্যার কারণে অগণিত মানুষকে মানবেতর জীবন পার করতে হচ্ছে। সূত্র: বিবিসি</span></span></p>