<p>রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের অধ্যাপক নুরুল আমিনকে সব প্রকার একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বুধবার (সেপ্টেম্বর) বিভাগের একাডেমিক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। </p> <p>বিষয়টি নিশ্চিত করে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একাডেমিক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্ত শিক্ষক ছাড়া সব শিক্ষক উপস্থিত ছিলেন। সবার সম্মতিক্রমে নুরুল আমিনকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং উচ্চতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুপারিশ করা হয়েছে।</p> <p>তবে অভিযোগের বিষয়ে জানতে নুরুল আমিনের মুঠোফোনে কল করা হলে সাড়া পাওয়া যায়নি।</p> <p>এর আগে নুরুল আমিনের বিরুদ্ধে অন্যায়-অনিয়ম, স্বেচ্ছাচারিতা, রেজাল্ট সিন্ডিকেট, মানসিক নির্যাতন, বৈষম্য সৃষ্টি, অপেশাদার আচরণ, শিল্পকর্ম ধ্বংস, শিক্ষার্থীদের ব্যক্তিগত কাজে ব্যবহার, প্রাণী নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তার পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবন ঘিরে বিক্ষোভ মিছিল করেন বিভাগের শিক্ষার্থীরা। এরপর ভবনের মাঝে নুরুল আমিনের কুশপুত্তলিকা দাহ করেন তারা। পরে সংবাদ সম্মেলন করেন বিভাগের শিক্ষার্থীরা।</p>