<p>ডিজেল, পেট্রল ও অকটেন কম দেওয়ার অভিযোগে কালীগঞ্জের উত্তরা বিজয় ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা এবং নিম্নমানের প্রসাধনী বিক্রির দায়ে একটি সুপারশপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।</p> <p>বুধবার (১৮ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি।</p> <p>উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালীগঞ্জ বাইপাস সড়কে থাকা উত্তরা বিজয় ফিলিং স্টেশন থেকে বিক্রির সময় ডিজেল, পেট্রল ও অকটেন মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। সে সময় অভিযোগের সত্যতা পেয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারা লঙ্ঘন করার দায়ে ৪০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি। প্রতিষ্ঠানের পক্ষে ক্যাশিয়ার আনন্দ রবিদাস জরিমানার অর্থ পরিশোধ করেন।</p> <p>অপরদিকে নকল ও নিম্নমানের প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে কালীগঞ্জ বাজারে থাকা আপন ঘর সুপারশপে অভিযান পরিচালনা করে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সুপারশপের মালিক কাজী মো. জুবাইর জরিমানার অর্থ পরিশোধ করেছে।</p> <p>অভিযানে বিএসটিআইয়ের গাজীপুর জেলা কার্যালয়ে পরিদর্শক শিখন সাহা এবং ফিল্ড অফিসার মাকসুদা রুনা উপস্থিত ছিলেন।</p>