<p>ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগে বিভিন্ন দেশের মোট ৩৯৮ সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কালো তালিকায় ১৯টি ভারতীয় সংস্থা এবং ভারতীয় দুই নাগরিকও রয়েছেন।</p> <p>মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতিতে রাশিয়ায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের প্রক্রিয়ায় অংশ নেওয়া, আর্থিক লেনদেন এবং কূটনৈতিক যোগাযোগে সহায়তার অভিযোগে তারা ১২০ ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের ট্রেজারি (অর্থ) বিভাগ চিহ্নিত করেছে ২৭০ ব্যক্তি ও সংস্থাকে। এ ছাড়া বাণিজ্য দপ্তর ৪০টি সংস্থাকে ‘অভিযুক্ত’ ঘোষণা করেছে। তারই ভিত্তিতে এমন নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত ও রাশিয়া ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে চীন, তুরস্ক, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ডের মতো বিভিন্ন দেশের সংস্থা ও ব্যক্তিরা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, ভারতীয় সংস্থাগুলোকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করার ঘটনা এটিই প্রথম নয়। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে তৃতীয় পক্ষের দেশগুলোর নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত সবচেয়ে জোরালো সমন্বিত ধাক্কা। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরুপাতওয়ান্ত সিং পান্নুন হত্যাচেষ্টা ষড়যন্ত্র ঘিরে  যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এমনিতেই চাপের মধ্যে রয়েছে। এ পরিস্থিতির মধ্যেই এবার মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় ভারতের নাম এলো।  সূত্র : আনন্দবাজার পত্রিকা, টাইমস অব ইন্ডিয়া</p> <p> </p> <p> </p>