<p>রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সৃষ্টিকর্তা রাশিয়ার সঙ্গে আছেন। ইউক্রেনের সঙ্গে সংঘাতে মস্কো বিজয়ী হবে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে সুপ্রিম ইউরেশিয়ান ইকোনমিক কাউন্সিলের (এসইইসি) বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।</p> <p>২০২৫ সালে রাশিয়ার বিজয়ের মধ্য দিয়ে ইউক্রেন সংঘাতের অবসান হবে বলে বিশ্বাস করেন কি না, সাংবাদিকদের প্রশ্নে পুতিন বলেন, ‘আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে আছেন।’</p> <p>সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের সদস্য পদ বিলম্বিত হওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র বর্তমান ফ্রন্টলাইন বরাবর সংঘাত বন্ধের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে বলে যে খবর বেরিয়েছে, তা নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।</p> <p>সূত্র : টাইমস অব ইন্ডিয়া</p> <p> </p>