<p>রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ঘাড়ে নিয়েই তিনি দেশটিতে সফরে যাবেন। মঙ্গোলিয়া আইসিসির সদস্য। আইসিসি বলেছে, পুতিন যদি মঙ্গোলিয়ায় যান তাহলে দেশটির কর্মকর্তাদের এই রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার বাধ্যবাধকতা রয়েছে। তবে গতকাল শুক্রবার ক্রেমলিন বলেছে, এ নিয়ে তারা মোটেও উদ্বিগ্ন নয়।</p> <p>আগামী মঙ্গলবার মঙ্গোলিয়া যাওয়ার কথা রয়েছে পুতিনের। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই প্রথম আদালতটির কোনো সদস্য দেশে যাচ্ছেন তিনি। আড়াই বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইউক্রেনের শিশুদের অবৈধভাবে দেশটি থেকে সরিয়ে নেওয়ার অভিযোগে ২০২৩ সালের মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আইসিসি।</p> <p>মঙ্গোলিয়ায় পুতিনের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। এ নিয়ে মঙ্গোলিয়ায় মিত্রদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। পুতিনের সফরসংক্রান্ত সব বিষয় খুবই সতর্কতার সঙ্গে প্রস্তুত করা হয়েছে।’</p> <p>এদিকে পুতিন মঙ্গোলিয়া সফরে গেলে তাঁকে গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে ইউক্রেন। গতকাল ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা মঙ্গোলীয় কর্তৃপক্ষকে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার এবং পুতিনকে আন্তর্জাতিক অপরাধ আদালতে স্থানান্তর করার আহ্বান জানাই।’</p> <p><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">নেদারল্যান্ডসের</span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">হেগে</span> অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">রোম</span> চুক্তিতে ২০০০ সালের ডিসেম্বরে সই করেছিল মঙ্গোলিয়া। <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">এই</span> চুক্তি <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">অনুযায়ী</span>, আইসিসির সদস্য <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">কোনো</span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">দেশে</span> যদি পুতিন <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">পা</span> রাখেন, তাহলে ওই <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">দেশ</span> তাঁর বিরুদ্ধে <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">জারি</span> করা <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">গ্রেপ্তারি</span> পরোয়ানা বাস্তবায়ন করবে বলে আশা করা হয়। মস্কো অবশ্য <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">আইসিসির</span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">গ্রেপ্তারি</span> পরোয়ানাকে তুচ্ছজ্ঞান করেছে। যদিও ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">শুরুর</span> পর <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">থেকে</span> পুতিন বিদেশ সফর ব্যাপকভাবে কমিয়ে দিয়েছেন। তবে <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">এখন</span> পর্যন্ত <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">আইসিসির</span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">কোনো</span> সদস্য <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">দেশ</span> সফর করেননি রুশ <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">প্রেসিডেন্ট</span> <span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">পুতিন।</span> সূত্র<span dir="RTL" lang="AR-YE" style="font-size:14.0pt"> : </span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt">এএফপি</span></p> <p> </p>