<p style="text-align:justify">‘থার্টিফার্স্ট নাইট’ উপলক্ষে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে পরবর্তী দিন সকাল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশপথগুলোতে গাড়ি প্রবেশ সীমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা ছাড়া অন্য গাড়ি প্রবেশ করতে পারবে না।</p> <p style="text-align:justify">আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘থার্টিফার্স্ট নাইট’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে পরবর্তী দিন (১ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত ঢাবির প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের পরিবারের অন্যান্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।</p> <p style="text-align:justify">এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জায়গায় কোনো ধরনের আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো যাবে না।</p>