<p>জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের ছনকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। </p> <p>নিহতরা হচ্ছে জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আফিফ (১৫), দশম শ্রেণির ছাত্র মো. রাহি ও ঢাকার পিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. রওশন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শুনতে পাচ্ছি, হাসিনাকে ফেরত দেবে না ভারত : মাহফুজ আলম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735477739-45dd1c924ca9cc1f674ba1c3f8a42c25.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শুনতে পাচ্ছি, হাসিনাকে ফেরত দেবে না ভারত : মাহফুজ আলম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/29/1462708" target="_blank"> </a></div> </div> <p>নিহতের স্বজনরা জানান, রবিবার দুপুরে ব্রক্ষপুত্র নদের পড়ে ১০ -১২ জন তরুণ ফুটবল খেলে ৫ জন নদে গোসল করতে নামে। গোসল করার সময় পাঁচজনই পানিতে ডুবে যেতে শুরু করে। এ সময় স্থানীয়রা দেখে নৌকা দিয়ে গিয়ে দ্রুত দুজনকে জীবিত উদ্ধার করে। তিনজন পানির নিচে চলে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা সন্ধ্যার দিকে তিনজনের লাশ উদ্ধার করে।</p> <p>জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বলেন, ‘নদে নিখোঁজের খবর পেয়ে অভিযান পরিচালনা করি। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতকালে সওয়াব লাভের উপায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735477088-82fd13d54551d8c50f5ae5b25dcac748.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতকালে সওয়াব লাভের উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2024/12/29/1462705" target="_blank"> </a></div> </div> <p>জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি বলেন, ‘নিহতের পরিবারের মাঝে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।’</p>