৯। বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন থেকে আমরা কী জানতে পারি?
উত্তর : অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি।
১০। উয়ারী ও বটেশ্বর গ্রাম দুটি কোথায় অবস্থিত?
উত্তর : নরসিংদী।
১১। ময়নামতি কোথায় অবস্থিত?
উত্তর : কুমিল্লা।
১২। মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উত্তর : নওগাঁ।
১৩। গিয়াসউদ্দিন আযম শাহের মাজার কোথায় অবস্থিত?
উত্তর : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে।
১৪। পাহাড়পুর কোন রাজার শাসনামলে নির্মিত হয়েছিল?
উত্তর : পাল রাজা ধর্মপাল।
১৫। পাহাড়পুর বিহার আর অন্য কী নামে পরিচিত?
উত্তর : সোমপুর বিহার।
১৬। সোমপুর বিহারের চারপাশে কতটি ভিক্ষুকক্ষ রয়েছে?
উত্তর : ১৭৭টি।
১৭। লাগবাগ কেল্লা কিসের তৈরি?
উত্তর : সম্পূর্ণ ইটের তৈরি।
১৮। লালবাগ দুর্গে কার মাজার রয়েছে?
উত্তর : শায়েস্তা খানের কন্যা পরী বিবির।
১৯। আহসান মঞ্জিল বর্তমানে কিভাবে ব্যবহৃত হচ্ছে?
উত্তর : আহসান মঞ্জিল বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
২০। আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : বুড়িগঙ্গা নদী।
২১। আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
উত্তর : শেখ এনায়েতউল্লাহ।
২২। কত সালে বাংলাদেশ সরকার আহসান মঞ্জিল প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেয়?
উত্তর : ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার আহসান মঞ্জিল প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেয়।
২৩। সোনারগাঁও ও লালবাগ কেল্লা কোন শতকের নির্দশন?
উত্তর : সতেরো।
২৪। সোনারগাঁওয়ে কোন আমলের সমাধি রয়েছে?
উত্তর : সুলতানি আমল।
২৫। উয়ারী-বটেশ্বর কোন বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত?
উত্তর : সমুদ্র বাণিজ্য।
২৬। ময়নামতি কোন সভ্যতার নিদর্শনের সঙ্গে জড়িত?
উত্তর : বৌদ্ধ সভ্যতা।
২৭। সোনারগাঁও কেন বিখ্যাত?
উত্তর : লোকশিল্প জাদুঘরের জন্য।
২৮। পানামনগর কোথায় অবস্থিত?
উত্তর : সোনারগাঁও।
২৯। শিল্পাচার্য জয়নুল আবেদীন কেন সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর নির্মাণ করেছিলেন?
উত্তর : গৌরব ধরে রাখার জন্য ১৯৭৫ সালে জাদুঘর নির্মাণ করেন।
৩০। অষ্টম শতকে কোন ধর্ম পালিত হতো?
উত্তর : অষ্টম শতকে বৌদ্ধ ধর্ম পালিত হতো। এ ছাড়া হিন্দু ও জৈন ধর্মও পালিত হতো।
৩১। প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন?
উত্তর : প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন নিদর্শনগুলো আবিষ্কার করেন।