<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাত গভীর। ছোট্ট মিলি বিছানায় চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পাশেই তার দাদি হাসিমাখা মুখে গল্প বলছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক দেশে ছিল এক রাজপুত্র। সে ছিল খুবই সাহসী; কিন্তু তার কোনো ভাই-বোন ছিল না। একদিন সে পথে ঘুরতে ঘুরতে এসে পড়ল অভিশপ্ত এক রাজ্যে। সেখানে নাকি ভয়ংকর দৈত্যরা রাজ্যের লোকদের ভয় দেখায়। অন্য সবার মতো রাজপুত্রও ভয় পেল; কিন্তু সে হাল ছাড়ল না...</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দাদির কণ্ঠে এমন মাদকতা যে মিলির ঘুম এসে গেলেও গল্প শুনতে শুনতেই স্বপ্ন দেখতে থাকে। রূপকথা আমাদের শৈশবের স্মৃতির গভীরে লুকিয়ে থাকা এক বিশেষ জগৎ। এই গল্পগুলো শুধু বিনোদন নয় বরং আমাদের জীবনবোধ, ন্যায়-অন্যায় এবং কল্পনার জগেক চেনাতে শুরু করে। রূপকথার মূল সৌন্দর্য এখানেই। এটি শুধু শিশুদের মুগ্ধ করে না, বড়দেরও নিয়ে যায় অন্য এক জগতে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফেইরি টেল বা রূপকথা শব্দটি প্রায় ৫০০ বছর আগে প্রথম ব্যবহার করেন ম্যাডামি ডি অ্যালনয় (</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">Madame d'Aulnoy</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">)।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের দেশে লোকগাথা, রাজা-রানির গল্প, দৈত্য-দানোর কাহিনি প্রচলিত। এই গল্পগুলোতে রাজপুত্র-রাজকন্যা, সাধু-দুষ্টু জাদুকর, রাক্ষস-খোক্কস, সন্ন্যাসী-ডাইনি, দৈত্য-দানব, জাদুকর, বীর-পালোয়ান, রাজা-রানি, রাজপুত্র-রাজকন্যা, উজিরপুত্র-কোটালপুত্র এমনকি জিন-পরিরও কথা বলা হয়। এগুলো শুধু গল্প নয়, বর্তমানে আমাদের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। বহু গল্পে দেখা যায়, কোনো নিরীহ রাজপুত্র এক কঠিন পরীক্ষায় পড়ে যায় এবং নানা চ্যালেঞ্জ পার করে শেষমেশ সে রাজ্যের সেরা হয়ে ওঠে। এর মাধ্যমে মানুষকে সাহসী হওয়ার শিক্ষা দেওয়া হয়। অন্যদিকে রাজকন্যাদের গল্পে থাকে প্রেম, প্রতীক্ষা আর আত্মত্যাগের বার্তা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপকথার মাঝে থাকে মানবিক মূল্যবোধের জয়গান। ভালো চরিত্র সব সময়ই বিজয়ী হয়, আর খারাপ চরিত্র ধ্বংসের মুখে পড়ে। এই বার্তাটি শিশুদের মনে ন্যায়পরায়ণতার বীজ বপন করে। শিশুরা শেখে ভালো কাজ করলে জয় অবধারিত। আবার রূপকথার গল্পে থাকে সুন্দর এক পৃথিবীর প্রতিচ্ছবি, যেখানে সব বাধা পেরিয়ে নায়ক-নায়িকা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। রূপকথার অনেক গল্পে নারীদের শক্তিশালী চরিত্রে উপস্থাপন করতে দেখা যায়। অনেক সময় গল্পের নায়িকারা নিজের সমস্যার সমাধান নিজেরাই খুঁজে নেয়। আমাদের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠাকুরমার ঝুলি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরব্য রজনী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র মতো গল্পগুলোতে এমন অনেক উদাহরণ আছে, যা নারীদের দিয়েছে অনন্য মাত্রা। তবে এসব গল্পের বাস্তব কোনো ভিত্তি নেই। বেশির ভাগ সময় অবিশ্বাস্য, উদ্ভট, অর্থহীন, কল্পনাপ্রসূত এবং রোমাঞ্চকর ঘটনা </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রূপকথার প্রধান নিয়ামক। বাংলা ভাষা থেকে সংগ্রহ করা প্রথম ইংরেজি রূপকথার সংকলন লালবিহারী দে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফোক-টেলস অব বেঙ্গল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">।</span></span></span></span></p> <p> </p>