<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এগারো বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণহত্যা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. জাকী-আল-ফারাবীর আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আদালত মতিঝিল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান তালুকদার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে হত্যার অভিযোগ এনে ঢাকা, নারায়ণগঞ্জ, রংপুর, জয়পুরহাট ও নাটোরে এদিন আরো ছয়টি মামলা হয়েছে। সব মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে, সঙ্গে আছেন বিগত সরকারের কয়েকজন মন্ত্রী-এমপি, দলীয় নেতা ও পুলিশ কর্মকর্তা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে ১৬টি মামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১২টি মামলাই হত্যার অভিযোগে। তিনটিতে রয়েছে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ। আর অন্যটি অপহরণের মামলা। কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাপলা চত্বরের মামলায় বাদীর অভিযোগ, ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। আসামিরা পরস্পর যোগসাজশে রাত ১১টার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। এরপর শাপলা চত্বরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে মাদরাসাছাত্র ও পথচারীদের ওপর গণহত্যা চালায়। পরে লাশ সিটি করপোরেশনের গাড়িতে করে নিয়ে গুম করা হয়। নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করতে গেলে তা নেওয়া হয়নি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম, পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, মতিঝিল থানার সাবেক ওসি ওমর ফারুক প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের দুই শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রবিবার মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন বেগম। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার মুখ্য মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালতে এই মামলা করেন তিনি। শুনানির পর আদালত বাদীর অভিযোগ নিয়মিত এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনি ব্যবস্থা নিতে সূত্রাপুর থানার ওসিকে নির্দেশ দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার অন্য আসামিরা হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আবুল হাসান স্বজন নামের এক তরুণ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ ৪৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো দেড় শ থেকে দুই শ জনকে আসামি করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শনিবার রাতে নিহতের ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি আব্দুস সাত্তার টিটু। তবে এই মামলায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান প্রমুখ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর : আন্দোলনের সময় রংপুরে আব্দুল্লাহ আল তাহির হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শনিবার দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে হত্যা মামলাটি করেন। নিহত আব্দুল্লাহ আল তাহির বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের শিক্ষার্থী এবং ঢাকার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার অন্য আসামিরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম সায়াদাত হোসেন বকুল প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোর : আন্দোলন চলাকালে নাটোরে স্কুলছাত্র ইয়াসিন ইসলামকে (১৭) তুলে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি শিমুলসহ আওয়ামী লীগের ১১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গতকাল দুপুরে নিহতের বাবা ফজের আলী বাদী হয়ে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং ৩ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোর্তুজা আলী বাবলু, মোস্তাক আলী মুকুল, জামিল হোসেন মিলন ও বাবুল আকতার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোর সদর থানার উপপরিদর্শক কৃষ্ণ মোহন সরকার এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জয়পুরহাট : কোটা সংস্কার আন্দোলনে কলেজছাত্র নজিবুল সরকার (১৮) নিহতের ঘটনায় হত্যার অভিযোগে এনে মামলা করা হয়েছে। নজিবুলের বাবা মজিদুল সরকার বাদী হয়ে গতকাল জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালতে এই মামলা করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মামলায় আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনকে। আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী আব্দুল মোমিন ফকির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগের হামলায় নজিবুলের মৃত্যু হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহী : রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি আবুল কালাম আজাদ, তাঁর স্ত্রী ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভীন, উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুসহ আওয়ামী লীগের ৮২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাতনামা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৫ আগস্ট যুবদল নেতাকে গুলি করাসহ বিস্ফোরক আইনে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বাগমারা থানায় শনিবার রাতে এই মামলা করা হয়। মামলাটি করেন উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের বাসিন্দা যুবদলকর্মী আব্দুল মতিন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরসিংদী : আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা এস এম কাইয়ুম (৪৫), জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনসহ ৩৩ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শনিবার গভীর রাতে মামলাটি নথিভুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক এস এম কাইয়ুম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দীপক সাহা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা রিচি, শহর যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল ভূইয়া, নরসিংদী পৌরসভার মহিলা কাউন্সিলর ইয়াসমিন সুলতানাসহ ৮৩ জন নেতাকর্মী। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদনে আওয়ামী লীগের ৪৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মদন ইউনিয়নের উচিতপুর গ্রামের বাসিন্দা সাজু মিয়া শনিবার রাতে মদন থানায় মামলাটি করেন। মামলায় মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফকে প্রধান আসামি করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙালী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ মিয়াসহ ৪৪ জনের নাম উল্লেখ রয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরো ৩০-৩৫ জনকে ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : গত ৪ আগস্ট ফুলবাড়িয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীসহ বিএনপি নেতাদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক এমপিসহ এজাহারনামীয় ৯৭ জন এবং অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, মামলার আসামি স্থানীয় সাবেক এমপি আব্দুল মালেক সরকার, উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম প্রমুখ।</span></span></span></span></p>