<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অনেকের ধারণা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গতকাল শনিবার পার্বত্য চট্টগ্রামে এ ধারণার কথা জানান। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে এবং স্থানীয় অনেকেই বলেছেন, পাহাড়কে অশান্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। যার যার অবস্থান থেকে দল-মত-নির্বিশেষে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও অনুরোধ করেন তাঁরা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যা আগামী দিনের জন্য উদাহরণ হয়ে থাকবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সম্প্রতি গঠন হওয়া জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পার্বত্য অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের এক গভীর চক্রান্তের শিকারে পরিণত করার পাঁয়তারা চলছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানবাধিকার সংগঠন এমএসএফ মনে করে, পার্বত্য জেলাগুলোর আদিবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের আইনগত বাধ্যবাধকতা। শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় দেখা গেছে জুম্ম সম্প্রদায় অনেকাংশে অবহেলিত থেকে যাচ্ছে। অন্যদিকে এক শ্রেণির অশুভ মহল অঞ্চলটিকে অশান্ত করার কাজে সক্রিয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল জনতার পিটুনিতে মো. মামুন নামের এক যুবক নিহত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ১৯ সেপ্টেম্বর বিকেলে দীঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে ইউপিডিএফের (মূল) কিছু সন্ত্রাসী মিছিলের ওপর হামলা করে এবং ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়ে। এরপর বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহলদলের সদস্যদের ওপর গুলি করে এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হন। এই পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারে অগ্নিসংযোগ করে। সংঘর্ষের জের রাঙামাটিতেও পৌঁছে। সেখানেও একজন নিহত ও অনেকের আহত হওয়ার ঘটনা ঘটে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে রাঙামাটি জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ১৪৪ ধারা বহাল থাকার পাশাপাশি গত শুক্রবার রাঙামাটি শহরে বিক্ষাভ মিছিল থেকে নির্বিচারে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও চালকদের মারধরের প্রতিবাদে জেলায় পরিবহন ধর্মঘটের কারণে অচল হয়ে পড়ে পুরো শহর। ট্রাক, বাস, মিনিট্রাক, মাইক্রো, অটোরিকশা চালক মালিক ঐক্য পরিষদের আহ্বানে ডাকা অনির্দিষ্টকালের এই অবরোধে কার্যত স্থবির ছিল পুরো শহর। শহরের একমাত্র গণপরিবহন অটোরিকশা চলাচল বন্ধ থাকায় থমকে যায় জনজীবন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সার্বিক এই পরিস্থিতিতে গতকাল শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি ও খাগড়াছড়িতে যায়। দুপুর ১২টায় রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে প্রতিনিধিদলের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সভা শেষে গণমাধ্যমকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। কোনো অবস্থায় পরিস্থিতির অবনতি করা যাবে না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সবাই সম্প্রীতি চাই। কোথাও যেন ছন্দঃপতন ঘটছে। ছন্দঃপতনে সবাই একটি শব্দ উচ্চারণ করেছেন, সেটি হলো ষড়যন্ত্র। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে। তদন্ত কমিটি করা হবে, তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> যারা পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করার কথাও জানান তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাঙামাটির পর খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা, বিশিষ্টজন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদল মতবিনিময় করে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মতবিনিময়সভায় জেলার শান্তি-সম্প্রীতির উন্নয়নে মতামত ব্যক্ত করে বক্তব্য দেন মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, প্রফেসর সুধীন কুমার চাকমা, সুশীল জীবন চাকমা প্রমুখ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে থাকার পরামর্শ দিয়ে বলেন, ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাইনুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, তাতে ষড়যন্ত্র রোধ করা কঠিন। বেশি প্রয়োজন ধৈর্য ও ঐক্যের। আমাদের বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ হতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্য বক্তারা পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি রক্ষায় বসবাসরত বাসিন্দাদের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। তাঁরা ষড়যন্ত্র রুখতে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন। তাঁরা বলেন, পাহাড়কে অশান্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সড়ক অবরোধ, চলেনি দূরপাল্লার গাড়ি</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ৭২ ঘণ্টা সড়ক অবরোধ প্রথম দিনে গতকাল অনেকটা শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকে এই অবরোধ চলছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভেতর কিছু হালকা যান চলাচল করলেও তা-ও ছিল সীমিত। সাজেকের উদ্দেশে আসা বেশ কয়েকজন পর্যটক খাগড়াছড়িতে আটকা পড়েন। অন্যদিকে অবরোধ থাকায় সাজেক থেকেও কিছু পর্যটক ফিরতে পারেননি। দুর্ভোগে পড়ে অনেক দূরপাল্লার যাত্রীও। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বান্দরবানের জনজীবন স্বাভাবিক</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘাতের ঘটনায় সাময়িক উৎকণ্ঠা সৃষ্টি হলেও তেমন প্রভাব পড়েনি বান্দরবান পার্বত্য জেলায়। গতকাল দিনভর স্বাভাবিক ছিল জেলা সদরসহ বান্দরবানের সব উপজেলা। খাগড়াছড়ির ঘটনার প্রতিবাদে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বান্দরবান সম্মিলিত আদিবাসী ছাত্রসমাজ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামের একটি সংগঠন গত শুক্রবার বান্দরবানে এক সমাবেশ করে তিন পার্বত্য জেলায় অবরোধের ডাক দেয়। তবে শনিবার অবরোধের পক্ষে কোনো পিকেটিং বা তৎপরতা চোখে পড়েনি। ফলে সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। দোকানপাট ও ব্যবসাকেন্দ্রগুলোও সচল ছিল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে শুক্রবার সন্ধ্যার পর পাহাড়ি-বাঙালি নেতাদের সমন্বয়ে এক জরুরি শান্তি সমাবেশ ডেকে শান্তিপূর্ণ সহাবস্থানের আহবান জানান বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। ওই সমাবেশে পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, পাহাড়ি সামাজিক নেতা অং চ মংসহ অন্য নেতারা যেকোনো মূল্যে বান্দরবানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করেন। শনিবার এসব নেতা বিভিন্ন এলাকায় উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">[প্রতিবেদনটিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]</span></span></span></span></p>