<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৪ সালের ২০ মে তৎকালীন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে নিজ দলের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। ওই ঘটনার সঙ্গে নিজাম হাজারীর মামাতো ভাই আবিদুল ইসলাম সরাসরি জড়িত। আবিদ বর্তমানে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে মধ্যপ্রাচ্যে পালিয়ে আছেন। ওই সময় নিহত একরামের স্ত্রী তাসনিম আক্তার ওই ঘটনায় নিজাম হাজারী জড়িত বলে বারবার দাবি করলেও তৎকালীন প্রশাসন তাতে কর্ণপাত করেনি। ওই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩৯ আসামির সবাই নিজাম হাজারীর অনুসারী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর আক্রোশে দল ছাড়া হয়েছেন অনেক নেতা। তাঁর কথার বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিককে বহিষ্কার করা হয়। তাঁর অনুগত না হওয়ায় সাবেক ছাত্রলীগ নেতা হানিফ কিরণকে স্বেচ্ছাসেবক লীগের কমিটি থেকে বাদ দেওয়া হয়। ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুরাইয়া রাত্রিকে হেনস্তা করা হয়। সাবেক যুবলীগ নেতা ও সাবেক পৌর কমিশনার শাখাওয়াত হোসেনকে পিটিয়ে মারাত্মক জখম করে নিজাম হাজারীর ক্যাডাররা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক যুবলীগ নেতা ও সাবেক পৌর কমিশনার অ্যাডভোকেট সালাহউদ্দিন শিমুলকে হেনস্তা করা হয়। জেলা আওয়ামী লীগের সদস্য শুকদেব নাথ তপনের ওপর একাধিকবার হামলার চেষ্টা করা হয়। ফেনী সদরের বালিগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনকে কুপিয়ে হত্যা করে নিজামের ক্যাডাররা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজাম হাজারী মূলত একজন শীর্ষ সাংবাদিক নেতা এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিমের সহায়তায় তাঁর রাজত্ব কায়েম করেন। কিন্তু ২০১৮ সালে নাছিম ফেনী-২ আসনে দলীয় মনোনয়ন চাইলে ক্ষেপে যান নিজাম। তাঁর নির্দেশে পৌর কাউন্সিলর ও যুবলীগ ক্যাডার কোহিনুর আলম রানা ফেনী সদরের বারাহিপুর এলাকায় নাছিমের বাংলো বাড়িতে হামলা, ভাঙচুর চালিয়ে তালা ঝুলিয়ে দেয়। ফেনী পৌরসভার সামনে নাছিমের ম্যুরাল ভাঙচুর করে নিজাম বাহিনীর ক্যাডাররা।</span></span></span></span></p>