<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর হামলার অভিযোগ এনে এই ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। গতকাল শনিবার এক বিবৃতিতে সংগঠনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবৃতিতে বলা হয়েছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদরে মো. মামুন নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেলে একদল উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠী দীঘিনালায় পাহাড়ি আদিবাসীদের বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ ও ভাংচুর করে দাঙ্গা শুরু করে। পরে  পাহাড়ি আদিবাসীরা আত্মরক্ষায় সংগঠিত হলে একদল বাঙালি তাঁদের উপর হামলা চালায়। এতে তিনজন পাহাড়ি আদিবাসী গুলিতে নিহত হয় এবং শতাধিক আহত হয়। এরপর ১৮ সেপ্টেম্বর থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে অবিলম্বে সংঘটিত ঘটনার সুষ্ঠ তদন্তের জোর দাবি জানাই আমরা। নির্যাতিতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার জোর আহবান জানাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p> <p style="text-align:left"> </p>