<p> কোনো দেশের দর্পণস্বরূপ কাজ করে বিমানবন্দর। আর তাই বাজে এয়ারপোর্টের তালিকায় যে বাংলাদেশের বিমানবন্দর থাকবে, এতে অবাক হওয়ার কিছু নেই। সম্প্রতি এক জরিপে বিষয়টি প্রমাণিত হয়েছে। কারণ জরিপে এশিয়ার সবচেয়ে বাজে এয়ারপোর্টের তালিকায় নবম হয়েছে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর।<br /> ‘সর্বত্র দুর্গন্ধ, অত্যন্ত অভদ্র ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর কর্মী, দুর্নীতিবাজ লোকজন ও পোকামাকড়ে গিজগিজ করছে বিমানবন্দরটি।’ একজন যাত্রীর উদ্ধৃতিতে এমন তথ্যই উঠে এসেছে এ বিমানবন্দর বিষয়ে। এ ছাড়াও অভিযোগ রয়েছে দীর্ঘ লাইন ও সুযোগ সুবিধার অপ্রতুলতার।<br /> জরিপকারী প্রতিষ্ঠান স্লিপিং ইন এয়ারপোর্টস ডট নেট জানিয়েছে, যাত্রীদের মতামতের ভিত্তিতে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর এশিয়ার নবম বাজে এয়ারপোর্ট।<br /> তালিকায় এশিয়ার সবচেয়ে বাজে বিমানবন্দর হিসেবে উঠে এসেছে ইসলামাবাদের বেনজির ভুট্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম। বিমানবন্দরটির ব্যবস্থাপনার ব্যর্থতাই এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।<br /> তালিকায় যেসব বিমানবন্দর এশিয়ার নিকৃষ্টতম হিসেবে উঠে এসেছে, সেগুলো হলো-<br /> ১. ইসলামাবাদ বেনজির ভুট্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পাকিস্তান<br /> ২. কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেপাল<br /> ৩. ম্যালিনা নিনয় অ্যাকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ফিলিপাইন্স<br /> ৪. তাসকেন্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, উজবেকিস্তান<br /> ৫. হ্যানোয় নোই বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভিয়েতনাম<br /> ৬. গুয়াংঝু বাইয়ুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চীন<br /> ৭. নম পেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কম্বোডিয়া<br /> ৮. হো চি মিন সিটি ট্যান সন ন্যাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভিয়েতনাম<br /> ৯. হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ<br /> ১০. চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভারত।</p>