খুলনায় শিক্ষার্থী ও রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা অফিস ও রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
খুলনা অফিস ও রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
খুলনায় শিক্ষার্থী ও রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনায় অর্ণব কুমার সরকার (২৮) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।

গতকাল অন্য এক ঘটনায় চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় দিনদুপুরে সন্ত্রাসীরা জাহাঙ্গীর আলম (৫০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় মো. আব্বাস নামের আরো একজন গুরুতর আহত হন।

খুলনায় নিহত অর্ণব কুমার সরকার নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন আবু আহম্মেদ রোডের নিতিশ চন্দ্র সরকারের ছেলে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরের তথ্য মতে, অর্ণব খানজাহান আলী হলের ছাত্র এবং তাঁর রোল নম্বর-২৩০৩১৭। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও প্রভোস্ট অধ্যাপক শরিফ মোহাম্মদ খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অর্ণব রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলযোগে পৌঁছামাত্র চার-পাঁচটি মোটরসাইকেলে অস্ত্রধারীরা এসে তাঁর মোটরসাইকেলের পথরোধ করে।

পরে অর্ণবের মাথায় গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার প্রতিনিধি মো. মিনহাজুল আবেদীন সম্পদ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, যারা শহরকে উত্তপ্ত করার পাঁয়তারা করছে, তাদের গ্রেপ্তার করতে হবে। অর্ণব হত্যার মূল রহস্য উদঘাটন জরুরি বলেও তিনি মনে করেন।

নিহত শিক্ষার্থী অর্ণব কুমার সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন কি নাএমন প্রশ্নের জবাবে সম্পদ জানান, আন্দোলনে ছিলেন কি না, সেটি তাঁর জানা নেই। তবে সামনের কাতারে তাঁকে কখনো দেখা যায়নি।

 

রাউজানে ব্যবসায়ী হত্যা

রাউজানে নিহত জাহাঙ্গীর ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরামিষপাড়ার আবু ছৈয়দ মেম্বারের বড় ছেলে। তিনি শহরের খাতুনগঞ্জের আছাদগঞ্জের পাইকারি শুঁটকি ব্যবসায়ী এবং নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক।

নিহত ব্যক্তির আত্মীয় মোহাম্মদ হোসেন বলেন, জাহাঙ্গীর আলম এক সপ্তাহ আগে মালয়েশিয়া সফর শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন। গতকাল নিজ গ্রামের বাড়িতে যান নিকটজনদের সঙ্গে দেখা করতে। দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে মসজিদের উদ্দেশে বের হন তিনি। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তাঁর কমিউনিটি সেন্টারের ম্যানেজার মো. আব্বাস (৩৯)। পেছনে বসা ছিলেন জাহাঙ্গীর।

বাড়ি থেকে কিছুদূর যেতেই একদল সন্ত্রাসী পেছন থেকে গুলি ছোড়ে। জাহাঙ্গীরের মাথায় এবং মোটরসাইকেলের চালক ম্যানেজার আব্বাসের হাতে গুলি লাগে। ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আব্বাস গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতের ছোট ভাই মোরশেদ আলম জানান, তাঁর ভাই রাজনীতি করতেন না। কেন তাঁকে হত্যা করা হলো, তা বোঝা যাচ্ছে না।

এদিকে ঘটনার পর বিকেলে স্থানীয় বিএনপির এক গ্রুপের সমর্থক কামাল উদ্দীন নিজের ফেসবুক লাইভে এসে বলেন, সন্ত্রাসীরা আমাকে মারতে এসে ভুল ইনফরমেশনে নিরীহ জাহাঙ্গীর আলমকে মেরে ফেলেছে। তবে আরেক সূত্র বলছে, সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ার কারণেও এ ঘটনা ঘটতে পারে।

রাউজান থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী গুলিতে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কারণ তদন্ত করে জানা যাবে।

 

রাবি থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবি প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে শিমুল শিহাব নামের রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ক্যাম্পাস থেকে রাত ১১টার দিকে একটি ছেলেকে হাসপাতালে আনা হয়। প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলে লুকানো হচ্ছিল। পরে জেরার মুখে মারামারি করে মৃত্যু হয়েছে বলে জানানো হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

নিহত শিমুল শিহাব রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী নগরের মেহেরচণ্ডী এলাকার জামাল হোসেনের ছেলে।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ঢাকার কেরানীগঞ্জ

জুলাই আন্দোলনে শহীদ সায়েমের কবর ভাঙচুর

কেরানীগঞ্জ প্রতিনিধি
কেরানীগঞ্জ প্রতিনিধি
শেয়ার
জুলাই আন্দোলনে শহীদ সায়েমের কবর ভাঙচুর

ঢাকার কেরানীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদ সায়েমের কবর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতা ও তাঁর লোকজনের বিরুদ্ধে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম বেশ কিছু লোক নিয়ে কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রসুলপুর কবরস্থানে যান। পরে সেখানে তাঁরা শহীদ সায়েমের নির্মীয়মাণ কবরটি ভাঙচুর করেন।

শহীদ সায়েমের মা শিউলি আক্তার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাঁর এসএসসি পরীক্ষার্থী ছেলে সায়েম গত ১৯ জুলাই যাত্রাবাড়ীর কাজলা টোল প্লাজার সামনে পুলিশের গুলিতে নিহত হয়। এরপর তাকে কেরানীগঞ্জের তেঘরিয়ার রসুলপুর কবরস্থানে দাফন করা হয়। গত দুই দিন আগে উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে সরকারি খরচে কবরটি পাকা করার কাজও সম্পন্ন হয়। এ খবর পেয়ে আওয়ামী লীগের লোকজন কবরটি ভেঙে দিয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শহীদ সায়েমের মায়ের সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য

বরিশালে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
শেয়ার
বরিশালে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে পিটিয়ে হত্যা

রিশাল নগরে এক শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুজন (২৩)। তিনি শহরের ধান গবেষণা রোডে ভাড়া বাসায় থাকতেন।

পেশায় অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন সুজনকে পিটিয়ে আহত করে। পরে তারা গুরুতর আহত অবস্থায় তাঁকে থানায় হস্তান্তর করে। পুলিশ তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শুক্রবার ধান গবেষণা রোডের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন সুজন। এ ঘটনায় ওই দিনই শিশুর পরিবার থানায় সুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করে। ঘটনার পর থেকে সুজন আত্মগোপনে ছিলেন। গতকাল সন্ধ্যার দিকে ধান গবেষণা রোডে স্থানীয় লোকজন তাঁকে ধরে বেধড়ক পিটুনি দিয়ে থানায় হস্তান্তর করে।

থানা পুলিশ সুজনকে রাত ৮টার দিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মন্তব্য

ঢাকায় জাতিসংঘ হাউস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকায় জাতিসংঘ হাউস উদ্বোধন

সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল শনিবার ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসের (ইউএন হাউস ইন বাংলাদেশ) আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সকালে এই উদ্বোধন শেষে বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি ভবনটি পরিদর্শন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস। তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন।

পরে তিনি জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস।

বার্তা সংস্থা বাসস জানায়, বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেস বলেন, তারা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন।

মন্তব্য

কক্সবাজারে সমন্বয়কের বাবাকে গুলি করে হত্যা

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
কক্সবাজারে সমন্বয়কের বাবাকে গুলি করে হত্যা
হাবিবুল হুদা চৌধুরী

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সাবেক সমন্বয়কের বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে এ হত্যাকাণ্ড ঘটে।

ঈদগাঁওয়ে নিহত ব্যক্তির নাম হাবিবুল হুদা চৌধুরী ওরফে কালু (৬০)। তিনি ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়ার শামসুল হুদা চৌধুরীর ছেলে।

তাঁর ছেলে সাদিদুল হুদা ঈদগাঁও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা ও সাদিদুল হুদা জানান, তাঁদের সঙ্গে ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকদের জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত শুক্রবার পৌনে ১০টার দিকে আবদুর রাজ্জাকের লোকজন হাবিবুলের বাড়িতে আক্রমণ করে।

আবিদুল ও সাদিদুল অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা কিছুদিন আগে জেলখানা থেকে বেরিয়ে পরিকল্পিতভাবে তাঁদের বাবাকে হত্যা করেছেন।

হামলাকারীরা তাঁদের ঘরে গিয়ে বেশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় তাঁদের ঘরের আরো দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিপক্ষের রিদওয়ানুল হক জানান, তাঁদের কেনা একটি জায়গা নিয়ে হাবিবুল হুদাদের সঙ্গে বিরোধ চলছে।

এর জের ধরে শুক্রবার দুপুরে ঈদগাঁও থানা পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষ জায়গাটি দখলের চেষ্টা করে। এ ঘটনায় তাঁর ভাই সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বাধা দিলে পুলিশের সামনে তাঁকে মারধর করা হয়। পরে তিনি হাসপাতালে ভর্তি হন। এর জের ধরেই রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয় এবং হাবিবুল হুদা চৌধুরী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছেন বলে রিদওয়ানুল পরে জেনেছেন।

এদিকে সাবেক সমন্বয়ক সাদিদুলের বাবাকে হত্যার প্রতিবাদে শুক্রবার মধ্যরাতের পর ছাত্ররা পুলিশ সুপার কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। তাঁরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন।

ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, জমির বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে এই হত্যাকাণ্ড ঘটেছে। হামলাকারীরা সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের লোক বলে তিনি প্রাথমিক তথ্যে জেনেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ