মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

দারিদ্র্যেও মরে যাচ্ছে ভাষা

খায়রুল কবির চৌধুরী
খায়রুল কবির চৌধুরী
শেয়ার
দারিদ্র্যেও মরে যাচ্ছে ভাষা
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজ শ্রদ্ধার ফুলে ছেয়ে যাবে কেন্দ্রীয় শহীদ মিনার। গতকাল শহীদ মিনার প্রাঙ্গণে আলপনা আঁকেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

তিন পুরুষ ধরে খুঁজলেও আমাদের ভাষা খুঁজে পাবেন না। পূর্বপুরুষরা কী ভাষায় কথা বলত, আমরা জানি না। আমাদের যে আর্থিক অবস্থা তাতে খাবারের পেছনে ছুটব, না ভাষার পেছনে ছুটব? সমাজে আমাদের আলাদাভাবে দেখা হয়। ফলে নিজেদের পরিচয়ও লুকিয়ে রাখার চেষ্টা করি।

ভাষাও বিলুপ্ত, তাই আমরা এখন বাংলায় কথা বলি। কালের কণ্ঠকে কথাগুলো বলছিলেন শেরপুরের হুদি নৃগোষ্ঠীর তাপস বিশ্বাস। তিনি শেরপুরভিত্তিক একটি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, যারা ওই অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে কাজ করে। নিজের পূর্বপুরুষদের ভাষা হারিয়ে ফেলার আক্ষেপ, যন্ত্রণা ও হাহাকার ফুটে উঠেছে তাঁর কথায়।

দারিদ্র্যেও মরে যাচ্ছে ভাষাবাংলাদেশ সরকার স্বীকৃত ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে স্বল্প পরিচিত ২০টি নৃগোষ্ঠীর ভাষা নিয়ে গবেষণা করেছে ভাষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস (এসআইএল) ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, হুদি, বাগদি ও ভূঁইমালী, এই তিনটি নৃগোষ্ঠীর ভাষা দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই তিন নৃগোষ্ঠীর লোকেরা এখন বাংলায় কথা বলে। নিজেদের মাতৃভাষা সম্পর্কে তাদের ধারণা নেই।

এ বিষয়ে লিখিত কোনো তথ্যও পাওয়া যায়নি।

তবে হুদি নৃগোষ্ঠীর মানুষ কিছু কিছু শব্দ তাদের নিজেদের ভাষা বলে স্মরণ করতে পারে। ফলে হুদি ভাষাকে একেবারে বিলুপ্ত না বলে বিলুপ্তপ্রায়ও বলা যেতে পারে। বাকি ১৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা কোনো না কোনোভাবে বিপন্ন বা ভবিষ্যতে হারিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। মাত্র তিনটি নৃগোষ্ঠীর ভাষা নিরাপদ অবস্থানে রয়েছে।

মূলত অর্থনৈতিক ও সামাজিকভাবে অনগ্রসর হওয়ায় এসব ভাষা গুরুত্ব পাচ্ছে না ওই নৃগোষ্ঠীর লোকদের কাছেই। জীবিকার তাগিদে তারা ঝুঁকছে বাংলা বা অন্য ভাষার দিকে। এসব নৃগোষ্ঠীর বেশির ভাগ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ভূমিহীন ৮০ থেকে ৯০ শতাংশ। 

এসআইএল বাংলাদেশ প্রথম দুই পর্বে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত স্বল্প পরিচিত ১৫টি জনগোষ্ঠীর ওপর গবেষণা করে তাদের ভাষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক অবস্থা নিরূপণ করে, যা নিয়ে গত বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কালের কণ্ঠে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।    

তৃতীয় ও সর্বশেষ ধাপে স্বল্প পরিচিত পাঁচ জনগোষ্ঠীর ভাষা নিয়ে গবেষণা সম্পন্ন করা হয় ২০২৪ সালের মে থেকে আগস্টের মধ্যে। অর্থাৎ সব মিলিয়ে ২০টি ভাষার ওপর গবেষণা করা হয়েছে। আমার ভাষা আমার পরিচয় (মাই ল্যাঙ্গুয়েজ মাই আইডেনটিটি) নামের গবেষণাটির তৃতীয় খণ্ড চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত হয়। 

 

ভূমিহীন বেশির ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠী : ক্ষতিগ্রস্ত ভাষা ও সংস্কৃতি

এসআইএল বলছে, এই স্বল্প পরিচিত নৃগোষ্ঠীগুলো ঐতিহাসিকভাবে চাষাবাদ, শিকার, সংগ্রহ ও মাছ ধরার জন্য তাদের জমি, বন ও জলাশয়ের ওপর নির্ভরশীল। জমির সঙ্গে সম্পর্ক নিছক অর্থনৈতিক বিষয় নয়, বরং এর সঙ্গে গভীর সামাজিক ও সাংস্কৃতিক মাত্রাও জড়িত।

দুর্ভাগ্যবশত ভূমির অধিকারকে প্রায়ই এমন আইনি কাঠামোর মধ্যে ফেলা হয়, যা দীর্ঘদিনের জীবনযাপনের বাস্তব অভিজ্ঞতার চেয়ে আনুষ্ঠানিক দলিলপত্র বা প্রমাণকে প্রাধান্য দেয়। ফলে এই কাঠামোতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা এসব ঐতিহ্যবাহী অনুশীলন, রীতিনীতি ও জমির অধিকারের স্বীকৃতি মিলছে না।

এর ফলে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমি খাস (রাষ্ট্রীয়) জমি হিসেবে ভুলভাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে বা সংরক্ষিত বন ও ইকোপার্ক হিসেবে মনোনীত করা হয়েছে। ফলে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো চরম দারিদ্র্যের মধ্যে জীপন যাপন করছে।

সমতলে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যক্তি কৃষক, বর্গাচাষি বা দিনমজুর; চা-বাগানে বসবাসকারীরা প্রধানত চা শ্রমিক হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে, এদের ৮০ থেকে ৯০ শতাংশই ভূমিহীন। সাক্ষরতার হারও উদ্বেগজনকভাবে কম।

অনেকে এমন জমিতে বসবাস করে, যা একসময় তাদের ছিল। কিন্তু প্রয়োজনীয় উদ্যোগের অভাবে সেসব হারিয়ে গেছে। এসআইএল বলছে, বাংলাদেশে এসব নৃগোষ্ঠীর দুর্দশা তাদের প্রথাগত ভূমি মালিকানা এবং ব্যবহার অধিকারের অস্বীকৃতির মধ্যে নিহিত। এই স্বীকৃতির অভাবই তাদের সুবিধাবঞ্চিত করছে।

মৌলভীবাজার ও হবিগঞ্জের চা-বাগান এলাকায় বসবাসকারী গড়াইত নৃগোষ্ঠীর ৯৯ শতাংশের ক্ষেত্রে ভূমির মালিকানা বা বসবাস চা-বাগানের মালিকের জমিতে। ১ শতাংশের বসবাস সরকারি খাসজমিতে। অর্থাৎ বসবাসের ক্ষেত্রে ভূমির ওপর নিজেদের কোনো অধিকার নেই গড়াইত নৃগোষ্ঠীর। তারা কম্পানি ও সরকারের ওপর নির্ভরশীল। খেরুয়া নৃগোষ্ঠীর ৮৫ শতাংশ ভূমিহীন। অন্যদিকে মাত্র ২ শতাংশ নিজস্ব ভূমি আছে লোহার নৃগোষ্ঠীর। তাদের ৯৮ শতাংশ বসবাস করে কম্পানির জমিতে। কমবেশি একই চিত্র দেখা গেছে বাকি ১৭টি নৃগোষ্ঠীর ক্ষেত্রেও। মাত্র ৫ শতাংশ শবর নৃগোষ্ঠীর নিজস্ব ভূমি রয়েছে।

 

মাসে একটি পরিবারের উপার্জন ৩ থেকে ৬ হাজার টাকা

গবেষণায় দেখা গেছে, ২০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রত্যেকের অর্থনৈতিক চিত্র প্রায় একই রকম। জীবন ও জীবিকার তাগিদে ভাষা, সংস্কৃতি, রীতিনীতি ও নিজস্বতাকোনো কিছু গুরুত্ব পায় না তদের কাছে। দারিদ্র্য ও অর্থনৈতিক অসচ্ছলতা তাদের মাতৃভাষাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

প্রতিটি নৃগোষ্ঠীর বেশির ভাগ পরিবারের দৈনিক আয় ১০০ থেকে ২০০ টাকা । অর্থাৎ দিনে ১০০ টাকা করে হিসাব করলে মাসে তিন হাজার আর ২০০ টাকা করে হিসাব করলে মাসে ছয় হাজার টাকা উপার্জন করে পরিবারগুলো। এতেই বোঝা যায়, কতটা দারিদ্র্যের মধ্যে বসবাস করছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো।

 

শিক্ষার দৌড় প্রাথমিকে আটকা 

এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার চিত্রও করুণ। এদের বড় একটি অংশ প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ করে। তবে প্রাথমিকের গণ্ডি পার হলে লক্ষণীয়ভাবে বেড়ে যায় ঝরে পড়ার হার। 

গড়াইত নৃগোষ্ঠীর ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে। কিন্তু মাধ্যমিক (এসএসসি) পর্যায়ে এসে এই সংখ্যা দাঁড়ায় ২৪ শতাংশে, আর উচ্চ মাধ্যমিকে ৪ শতাংশে। উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি নিতান্তই হাতে গোনা। মাত্র ১ শতাংশ গড়াইত জানিয়েছে যে তারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পেরেছে। খেরুয়াদের ৭৫ শতাংশ প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ করে। লোহারদের মধ্যে প্রাথমিকেই আটকে যায় ২৪ শতাংশ।

কমবেশি একই চিত্র দেখা গেছে অন্য ১৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রেও। এই চিত্র থেকে বোঝা যায়, এসব নৃগোষ্ঠীর প্রাথমিকের পর আর শিক্ষাক্ষেত্রে অগ্রগতি নেই।

 

হারিয়ে যাচ্ছে সংস্কৃতি ও জীবনযাপনের বিভিন্ন উপাদান

ভাষার সঙ্গে হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনযাপনের বিভিন্ন উপাদানও। খেরুয়াদের ৯৪ শতাংশ জানিয়েছে, তারা তাদের নিজস্ব বা ঐতিহ্যবাহী আসবাব সম্পর্কে জানে না। মাত্র ৬ শতাংশ এখনো এ ধরনের জিনিসপত্র ব্যবহার করছে। গড়াইত নৃগোষ্ঠীর বেশির ভাগ উত্তরদাতা (৮১ শতাংশ) জানিয়েছে, তাদের সাংস্কৃতিক পরিচয়সূচক বিশেষ কোনো পোশাক বা অলংকার নেই। তবে ছোট একটি অংশ (১৯ শতাংশ) তাদের মধ্যে ঐতিহ্যবাহী পোশাক বা অলংকারের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে।

 

ভূমি, উপার্জন ও অধিকারের সুরক্ষা না দিলে ভাষা বাঁচবে না

রাষ্ট্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ভূমির অধিকার, উপার্জন, ভাষা ও শিক্ষার অধিকার নিশ্চিত না করলে পরিস্থিতির উন্নতি হবে না বলে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক লেখক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। কালের কণ্ঠকে তিনি বলেন, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা শুধু বাংলা নয়। যাদের বলা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলার মতো তাদের মাতৃভাষার প্রতিও অঙ্গীকার দেখানো এবং তাদের মাতৃভাষা নিয়ে কাজ করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ।

সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি অনেক অন্যায় করেছি। তাদের ভূমির অধিকার যত দিন না আসবে এবং জমির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হবে তত দিন পরিস্থিতির উন্নতি হবে না। এই জনগোষ্ঠীগুলোর জন্য একটা ভালো উপার্জন ও শিক্ষার ব্যবস্থা করতে হবে। মাতৃভাষা চর্চার অধিকার দিতে হবে। সব কিছু মিলিয়ে সমাজের সঙ্গে তাদের একটা সম্পর্ক সৃষ্টি করতে হবে, যাতে একটা মালিকানাবোধ তৈরি হয় যে এই বাংলাদেশ তাদেরও।

স্বল্প পরিচিত ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে গবেষণার তিন পর্বেই মাঠ পর্যায়ে যুক্ত ছিলেন এসআইএল বাংলাদেশের গবেষক স্বাক্ষর ব্লেইজ গমেজ। কালের কণ্ঠকে তিনি বলেন, ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থাকে গুরুত্ব দিয়ে আমরা গবেষণা করেছি। ফলে এতে নৃগোষ্ঠীগুলোর সামগ্রিক চিত্র ও জীবনযাপনের বিস্তারিত তথ্য উঠে এসেছে। গবেষণায় আমরা যে চিত্র দেখেছি তা কিছু নৃগোষ্ঠী ও ভাষার জন্য উদ্বেগজনক। সরকারি বা বেসরকারিভাবে এখনই এই নৃগোষ্ঠীগুলোর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের পদক্ষেপ না নিলে তা চিরকালের জন্য হারিয়ে যেতে পারে।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ড. ইউনূসের মন্তব্যে জয়শঙ্করের দাবি

বঙ্গোপসাগরে রয়েছে ভারতের দীর্ঘতম উপকূলরেখা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বঙ্গোপসাগরে রয়েছে ভারতের দীর্ঘতম উপকূলরেখা
এস জয়শঙ্কর

চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান ইউনূসের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, আমাদের উত্তর-পূর্ব অঞ্চলটি বিমসটেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে; যেখানে সড়ক, রেলপথ, জলপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে।

বিমসটেক ঘিরে জয়শঙ্করের সেই বার্তাকে ভারত-বাংলাদেশ কূটনীতিতে বেশ তাৎপর্যবাহী বলে মনে করছে ভারতের গণমাধ্যমগুলো।

এখন ব্যাঙ্ককে চলছে বিমসটেকের শীর্ষ সম্মেলন।

এই সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। সদ্য চীন সফরে গিয়ে ডক্টর ইউনূস বলেছেন, ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্য স্থলভাগ পরিবেষ্টিত। ফলে এলাকার সাগর পর্যন্ত যাওয়ার রাস্তা তাদের নেই। ঢাকা এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে বলেছে, প্রধান উপদেষ্টা সম্পূর্ণ সৎ উদ্দেশ্যে এ কথা বলেছেন।
ঢাকার তরফে ড. খলিলুর রহমান বলেন, এখন যদি কেউ অন্য কোনো ব্যাখ্যা দেন, তাহলে তো কিছু করার নেই।

কিছুটা পরে হলেও জয়শঙ্কর বলেন, বঙ্গোপসাগরে আমাদের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে, প্রায় ছয় হাজার ৫০০ কিলোমিটার। ভারত শুধু পাঁচটি বিমসটেক সদস্যের সঙ্গেই সীমান্ত ভাগ করে না, তাদের বেশির ভাগকেই সংযুক্ত করে। বরং ভারতীয় উপমহাদেশ এবং আসিয়ানের মধ্যে সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশও প্রদান করে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

মন্তব্য

টিউলিপের আইনজীবীরা দুর্নীতিসংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
টিউলিপের আইনজীবীরা  দুর্নীতিসংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত
টিউলিপ সিদ্দিক

সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের বিষয়ে যেকোনো আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে তাঁর আইনজীবীরা প্রস্তুত। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ নিজে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আমার বিরুদ্ধে কয়েক মাস ধরেই একাধিক অভিযোগ আনা হচ্ছে। কিন্তু অভিযোগকারীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি।

গত জানুয়ারিতে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক দুর্নীতিতে সংশ্লিষ্ট থাকার অভিযোগ আনা হয়। এরপর তদন্তের স্বার্থে অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। মন্ত্রিত্ব ছাড়ার পর জনসমক্ষে এটি ছিল তাঁর প্রথম বক্তব্য।

স্কাই নিউজকে গত মাসে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি দাবি করেছিলেন, বাংলাদেশে টিউলিপের বিপুল সম্পদ রয়েছে, যার উৎস নিয়ে তাঁকে জবাবদিহির আওতায় আনা উচিত।

এসব অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর একটি চিঠি লিখেছিলেন টিউলিপের আইনজীবীরা। সাবেক মন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা ও বিরক্তিকর বলে উল্লেখ করেন তাঁরা।

কয়েক সপ্তাহ আগে লেখা ওই চিঠিতে আরো বলা হয়, টিউলিপের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসংক্রান্ত সব জিজ্ঞাসা যেন ২৫ মার্চের মধ্যে প্রেরণ করা হয়।

অন্যথায় ধরে নেওয়া হবে, কর্তৃপক্ষের কাছে আইনসংগত কোনো প্রশ্ন নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সাবেক মন্ত্রী লিখেছেন, সময়সীমা অতিক্রম হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। স্কাই নিউজ বাংলাদেশ সরকারের বক্তব্য জানতে যোগাযোগ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র : স্কাই নিউজ

 

মন্তব্য
চিফ প্রসিকিউটর

জুলাই হত্যাকাণ্ডের বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জুলাই হত্যাকাণ্ডের বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে
তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এতে পতিত সরকারের লোকজন মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। যার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার বানচাল করতে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের তথ্য আমরা পেয়েছি। জড়িতদের অনেককে শনাক্ত করা হয়েছে। এখনই বিস্তারিত প্রকাশ করছি না।

সময় হলে এসব জানানো হবে। তবে যত ষড়যন্ত্রই হোক, তা ব্যর্থ হবে এবং বিচার যথাযথভাবে হবে।

 

 

মন্তব্য

মুরগির দাম কিছুটা কম টমেটো ও পেঁপে বাড়তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মুরগির দাম কিছুটা কম টমেটো ও পেঁপে বাড়তি

ঈদের ছুটি এখনো চলছে। আপনজনদের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকার বাইরে যাওয়া মানুষের ফেরার স্রোত এখনো শুরু হয়নি।  এ জন্য রাজধানীর বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের চিরচেনা সেই হাঁকডাক নেই। এমন পরিস্থিতিতে মুরগির দাম কিছুটা কমেছে।

বেশ কিছু সবজির দাম কমেছে, কিছু সবজির দাম বেড়েছে। তবে গরু ও খাসির মাংস আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। পেঁয়াজ, আলু, ডালসহ অন্যান্য নিত্যপণ্যের দামে হেরফের নেই।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, ঈদের চতুর্থ দিন পরও রাজধানীর বাজারগুলোতে ক্রেতার তেমন আনাগোনা নেই।

বিক্রেতারা বলছেন, রাজধানীর বাজারগুলোতে চাহিদা কমে যাওয়ার কারণে মুরগি ও কিছু সবজির দাম কমেছে। আবার সরবরাহ সংকটের কারণে কিছু সবজির দাম বেড়েছে।

বাজারে সব মুদি ও সবজির দোকান এখনো খোলেনি।

ক্রেতা কম থাকায় বেশির ভাগ বিক্রেতা অলস সময় পার করছেন। বিক্রেতারা বলছেন, বাজারে ক্রেতার চাহিদা কম, তাই বেশির ভাগ পণ্যের সরবরাহ কিছুটা কম।

রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২১০ টাকায় বিক্রি হচ্ছে, যা ঈদের  বাজারে ২২০ থেকে ২৩০ টাকায় উঠেছিল। সোনালি মুরগি মানভেদে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৩০ টাকা কেজি, যা ঈদের আগে ৩১০ থেকে ৩৫০ টাকা  কেজি দরে বিক্রি হয়। গরু ও খাসির মাংস আগের সেই চড়া দামেই বিক্রি হচ্ছে।

গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস এক হাজার ২০০ টাকা।

জোয়ারসাহারা বাজারের মুরগি বিক্রেতা মো. হেলাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, বাজারে ক্রেতা কম থাকায় মুরগির চাহিদা কমে গেছে। তাই দামও কিছুটা কমেছে। চাহিদা কম থাকায় অনেক মুরগির দোকান এখনো খোলেনি।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ সংকটে টমেটো ও পেঁপের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে চাহিদা কম থাকায় বেশ কিছু সবজির দাম কমেছে। ঈদের আগে বাজারে প্রতি কেজি ঢেঁড়স ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছিল। এখন তা ৬০ থেকে ৮০ টাকা কেজি। পটোল প্রতি কেজি ছিল ১০০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। করলা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যদিও ঈদের কয়েক দিন আগে বিক্রি হয় ১০০ থেকে ১২০ টাকায়। বেগুন প্রতি কেজি মানভেদে ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা রমজান মাসে ছিল ৮০ থেকে ১২০ টাকা। দেশি শসা প্রতি কেজি ৬০ টাকা, ঈদের আগে ছিল ৮০ থেকে ১০০ টাকা।

টমেটোর দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা লাউ আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা। আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা।  

বাড্ডার সবজি বিক্রেতা মো. সুমন কালের কণ্ঠকে বলেন, এখন চাহিদা কম থাকার কারণে কিছু সবজির দাম আগের তুলনায় কমেছে। আবার আগামী সপ্তাহ থেকে সবজির চাহিদা বেড়ে গেলে দামও বেড়ে যাবে। কারণ এখন সবজির সরবরাহ তুলনামূলক কম। ঈদের আগে ঢেঁড়স, পটোল ও করলা প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হয়েছিল। সেগুলোর দাম এখন ৮০ টাকার মধ্যে নেমে এসেছে। তবে মৌসুম শেষ হওয়ার কারণে টমেটোর দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। সরবরাহ কম থাকায় পেঁপের দামও বাড়তি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ