টেলিকম খাতে ১৬ দফা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
টেলিকম খাতে ১৬ দফা প্রস্তাব

দেশের মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব প্রতিনিধিরা টেলিকমসংক্রান্ত আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক বিষয়ে ১৬ দফা প্রস্তাব দিয়েছেন। গতকাল রবিবার এনবিআর সঙ্গে বাজেটপূর্ব সভায় মিলিত হয়ে এসব প্রস্তাব দেন তাঁরা।

সভায় এমটব প্রতিনিধিরা বলেন, মোবাইল অপারেটরদের বার্ষিক সর্বমোট রাজস্ব প্রাপ্তির ২ শতাংশ ন্যূনতম কর হিসেবে দিতে হয়, যা আয়কর আইনের সঙ্গে সাংঘর্ষিক। ব্যবসায় লোকসান সত্ত্বেও ন্যূনতম কর প্রদান করার অর্থ হলো মূলধন থেকে কর পরিশোধ করা।

এটি ব্যবসা সম্প্রসারণের জন্য বাধা। যেখানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিগারেট বা তামাকশিল্পের ক্ষেত্রে ন্যূনতম কর ১ শতাংশ সেখানে মোবাইলের মতো জরুরি খাতের জন্য ২ শতাংশ ন্যূনতম কর ধার্য যৌক্তিক নয়। এই শিল্প টিকিয়ে রাখার পক্ষে ও সরকারঘোষিত ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করার লক্ষ্যে ন্যূনতম কর অপসারণ/হ্রাসের বিকল্প নেই।

প্রতিনিধিরা আরো জানান, দেশে সাধারণ করপোরেট ট্যাক্স হার অতালিকাভুক্ত কম্পানির জন্য ২৭.৫ শতাংশ এবং তালিকাভুক্ত কম্পানির জন্য ২০ শতাংশ থেকে ২২.৫ শতাংশ।

অথচ জরুরি সেবা হওয়া সত্ত্বেও বাংলাদেশ মোবাইল খাতের জন্য উচ্চহারে করপোরেট কর দিতে হয়। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মোবাইল অপারেটরদের ক্ষেত্রে এই করের হার ৪০ শতাংশ ও অতালিকাভুক্ত কম্পানির জন্য ৪৫ শতাংশ। এ ক্ষেত্রে মোবাইল অপারেটরদের পৃথক শ্রেণিভুক্ত না করে বরং অন্যান্য কম্পানির সারিতে পুনর্বিন্যস্ত করা এবং সেই হারে কর হ্রাস করতে হবে।

ক্যাপিটাল অ্যালাউন্স বা অবচয় ভাতা সম্পর্কে বলা হয়, এই ভাতা কার্যকর করার নিয়ম করা হলেও এর সুফল পাওয়া যায় না।

এর ব্যবহারবিধি কম্পানির কোনো প্রকার উপকারে আসছে না। এ ছাড়া যেসব বিদেশি সরবরাহকারীর বাংলাদেশে স্থায়ী কার্যালয় নেই, তাদের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড থেকে নন-ডিডাকশন সার্টিফিকেট সংগ্রহ করাটা কষ্টসাধ্য। এই নন-ডিডাকশন সার্টিফিকেট ব্যবস্থা বাতিল করা দরকার।

সভায় ই-সিমসহ সব সিম সরবরাহের ওপর ভ্যাট অপসারণের দাবি জানিয়ে বলা হয়, এটি হলে তা দেশে ডিজিটাইজেশন লক্ষ্য অর্জনের সহায়ক হবে, সরকারের রাজস্ব বাড়বে এবং শিল্প খাতের উন্নয়ন নিশ্চিত হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর
আইবিএ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠান আইবিএ অ্যালামনাই ক্লাবের পরিচালনা পর্ষদের প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ক্লাবের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। এ ছাড়া ১০ জন সদস্যকে পরিচালনা পর্ষদের পরিচালক পদে নির্বাচিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

করপোরেট খবর

জিপিএইচ ইস্পাত : জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট জিপিএইচ মহারাজ দরবারের মূল পর্ব অনুষ্ঠিত হয়েছে। জিপিএইচের ১৮৫ জন চ্যানেল পার্টনার এই ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এর মধ্যে সেরা ১০ জনকে মহারাজ সম্মাননা এবং পরবর্তী সেরা ১০ জনকে মহাবীর সম্মাননা দেওয়া হয়। বিভাগীয় পর্যায়ে ১৮ জনকে বীরপ্রতাপ উপাধি দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তি

করপোরেট খবর

মার্কেন্টাইল ব্যাংক : চট্টগ্রামে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চল ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ৫৮টি শাখা ও উপশাখার প্রধান, সব নির্বাহী ও কর্মকর্তা অংশ নেন। এ সময় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মতিউল হাসান। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম জোনাল হেড মেজবাহ উদ্দীন আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তি

করপোরেট খবর

যমুনা অয়েল : যমুনা অয়েল কম্পানি লিমিটেডের ৫৩০তম বোর্ড অনুষ্ঠিত হয়েছে। বোর্ড চেয়ারম্যান এম এ আকমল হোসেন আজাদের সভাপতিত্বে কম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জেওসিএল বোর্ডের পরিচালক ড. নুরুন্নাহার চৌধুরী, মিস কওছার জহুরা, মো. শামসুল আলম ভূঁইয়া, কবির মাহমুদ, মিস অনিকা চৌধুরী, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হলেন মোহাম্মদ ইকবাল

শেয়ার
ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হলেন মোহাম্মদ ইকবাল

শরিয়াভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ ইকবাল। এর আগে ইকবাল সিটিজেনস ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস এবং ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৮ বছরের কর্মজীবনে তাঁর অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সিটিজেনস ব্যাংকে চাকরির অভিজ্ঞতা রয়েছে। মোহাম্মদ ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স (ফিন্যান্স) এবং এমকম (ব্যাংকিং) ডিগ্রি অর্জন করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ