রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার (আইপিএফ)। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনের এই মেলার যৌথ আয়োজক বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কম্পানি লিমিটেড। এ মেলায় প্রতিবছর বিপুলসংখ্যক মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়ে থাকে। একইভাবে এবারের মেলায়ও অংশ নিচ্ছে ১৮টি দেশের ৩৯০টি প্রতিষ্ঠান।