ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু ১২ ফেব্রুয়ারি

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ঢাকায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু ১২ ফেব্রুয়ারি

রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার (আইপিএফ)। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনের এই মেলার যৌথ আয়োজক বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কম্পানি লিমিটেড। এ মেলায় প্রতিবছর বিপুলসংখ্যক মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়ে থাকে। একইভাবে এবারের মেলায়ও অংশ নিচ্ছে ১৮টি দেশের ৩৯০টি প্রতিষ্ঠান।

চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপানসহ অন্যান্য দেশের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানগুলোর ৮০০টি স্টলে প্রদর্শিত হবে সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য। আইপিএফ মেলাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম শিল্পমেলা হিসেবে পরিচিত। বিনিয়োগকারীদের জন্য বড়মাপের সুযোগ তৈরিতে, নতুন বাজার সম্প্রসারণে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রতিবছর এই মেলাটি ভূমিকা পালন করে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর
কমার্স ব্যাংক : ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের নিয়ে ট্রেইনিং কোর্স প্রফেশনালস স্কিল ডেভেলপমেন্ট শীর্ষক কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট। এতে প্রধান অতিথি হিসেবে কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ব্যাংকের এমডি মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জিয়াউল করিম প্রমুখ।

করপোরেট খবর

অগ্রণী ব্যাংক : ফরিদপুর সার্কেলের ব্যাবসায়িক অগ্রগতি পর্যালোচনাবিষয়ক সভা ও ব্যবস্থাপক সম্মেলন করেছে অগ্রণী ব্যাংক। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি তাহমিনা আখতার। সভাপতিত্ব করেন ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ।

এ সময় সার্কেলাধীন অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করপোরেট খবর

জনতা ব্যাংক : জনতা ব্যাংকের চাম্পাতলী শাখা ঢাকার উদ্যোগে স্কুল ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান। ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং দেবিদাস প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এতে মুখ্য আলোচক ছিলেন জনতা ব্যাংকের এরিয়া অফিস, ঢাকা দক্ষিণের ডিজিএম অর্জুন কুমার ঘোষ।

সংবাদ বিজ্ঞপ্তি

করপোরেট খবর

যমুনা অয়েল : ভার্চুয়াল প্ল্যাটফর্মে যমুনা অয়েল কম্পানির ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন এবং চেয়ারম্যান, জেওসিএল বোর্ড এম এ আকমল হোসেন আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক কওছার জহুরা, মো. সামসুল আলম ভূঁইয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

নতুনধরা একক আবাসন উৎসব শুরু

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
নতুনধরা একক আবাসন উৎসব শুরু

সবুুজে গড়ি বসত মোরা, বৃক্ষশোভিত নতুনধরা’—এই স্লোগান সামনে রেখে পূর্বাণী ইন্টারন্যাশনাল হোটেলে শুরু হলো নতুনধরা একক আবাসন উৎসব। কম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান ও কম্পানির ডিএমডি মেরীনা সাদী উৎসবের উদ্বোধন করেন। পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশগত ছাড়পত্রপ্রাপ্ত কম্পানি নতুনধরায় প্লট বুকিং দিলেই থাকছে অভাবনীয় ছাড়।

এ ছাড়া নতুনধরা এক্সপ্রেস লাউঞ্জ অ্যান্ড কনভেনশন সেন্টারের গর্বিত মালিক হওয়ার আকর্ষণীয় সুযোগ মিলছে এই উৎসবে।

উৎসবে আগ্রহী গ্রাহকদের উপচে পড়া ভিড় জমেছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ