ট্রাম্পের ২০% শুল্ক বৃদ্ধিতে মূল্য দেবে মার্কিনিরা

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ট্রাম্পের ২০% শুল্ক বৃদ্ধিতে মূল্য দেবে মার্কিনিরা

নতুন করে আরো কয়েকটি দেশের পণ্যের ওপর শুল্ক বসাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করতে গিয়ে ছোট-বড় সব দেশই হিমশিম খাবে। তবে ট্রাম্পের ভাষায় শুল্ক ঘোষণার দিনটি হবে লিবারেশন ডে বা স্বাধীনতা দিবস

নতুন একগুচ্ছ শুল্ক প্রস্তাবের ঘোষণা দিলে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি গাড়ি ও ট্রাকের দাম আরো বেড়ে যাবে।

আগামী মাসগুলোতে আমদানি করা বেশির ভাগ পণ্যে ২০ শতাংশ শুল্ক বসতে পারে। এতে পণ্যগুলোর দাম থাকবে উর্ধ্বমুখী।

এরই মধ্যে মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যে শুষ্ক বসিয়েছেন ট্রাম্প। এবার গাড়িতেও শুল্ক বসাতে যাচ্ছেন।

শুল্ক কার্যকর হওয়ার আগেভাগেই গাড়ি কিনে রাখছে মার্কিনিরা। গাড়ি নির্মাতা কম্পানিটিগুলো মার্চে বিক্রি করেছে ১৬ লাখ যানবাহন। সব মিলিয়ে বছরের প্রথম প্রান্তিকে গাড়ি ও ট্রাকের বিক্রি দাঁড়িয়েছে ৩৯ লাখ। শুল্ক বসলে গাড়ি দাম বেড়ে যাবে।
এতে বিক্রির পরিমাণও কমে যাবে। সূত্র : বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

ব্র্যাক ব্যাংক : ব্র্যাক ব্যাংকের উদ্যোক্তা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম উদ্যোক্তা ১০১-এর অধীনে সমপ্রতি ব্র্যাক ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন ৬৮ জন নারী উদ্যোক্তা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজনেস লিডাররা। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য
অর্থ আত্মসাতের অভিযোগ

মার্সেলের ডিস্ট্রিবিউটর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মার্সেলের ডিস্ট্রিবিউটর গ্রেপ্তার

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মার্সেলের প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন গাজীপুর সদর থানার ভবানীপুরে প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউটর পুষ্প ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী অজয় কুমার সাহা। টাকা আত্মসাৎকারী গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মার্সেলের সৎ এবং ভালো ডিস্ট্রিবিউটররা। অর্থ আত্মসাতের কূটকৌশল হিসেবে অজয় কুমার সাহাসহ আরো একজন ডিস্ট্রিবিউটর গাজীপুর জেলায় সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করলে আদালত শুনানি নিয়ে অভিযোগের ভিত্তি নেই মর্মে মামলা দুটি খারিজ করে দেন। দীর্ঘদিন যাবৎ অসাধু ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ এবং নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়ে আসছেন মার্সেলের সৎ ডিস্ট্রিবিউটররা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ