নতুন করে আরো কয়েকটি দেশের পণ্যের ওপর শুল্ক বসাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করতে গিয়ে ছোট-বড় সব দেশই হিমশিম খাবে। তবে ট্রাম্পের ভাষায় শুল্ক ঘোষণার দিনটি হবে ‘লিবারেশন ডে’ বা ‘স্বাধীনতা দিবস’।
নতুন একগুচ্ছ শুল্ক প্রস্তাবের ঘোষণা দিলে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি গাড়ি ও ট্রাকের দাম আরো বেড়ে যাবে।
আগামী মাসগুলোতে আমদানি করা বেশির ভাগ পণ্যে ২০ শতাংশ শুল্ক বসতে পারে। এতে পণ্যগুলোর দাম থাকবে উর্ধ্বমুখী।
এরই মধ্যে মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যে শুষ্ক বসিয়েছেন ট্রাম্প। এবার গাড়িতেও শুল্ক বসাতে যাচ্ছেন।
শুল্ক কার্যকর হওয়ার আগেভাগেই গাড়ি কিনে রাখছে মার্কিনিরা। গাড়ি নির্মাতা কম্পানিটিগুলো মার্চে বিক্রি করেছে ১৬ লাখ যানবাহন। সব মিলিয়ে বছরের প্রথম প্রান্তিকে গাড়ি ও ট্রাকের বিক্রি দাঁড়িয়েছে ৩৯ লাখ। শুল্ক বসলে গাড়ি দাম বেড়ে যাবে। এতে বিক্রির পরিমাণও কমে যাবে। সূত্র : বিবিসি