মার্চের তাপপ্রবাহ শুরু হচ্ছে এপ্রিলে। শীতকালের বাতাসের ধরন (উইন্ড প্যাটার্ন) এখনো অবস্থান করছে। অর্থাৎ এখনো বাতাস প্রবাহিত হচ্ছে উত্তর-উত্তরপশ্চিম দিক থেকে। এ জন্য দিনে তাপমাত্রা বেশি হলেও সকালের দিকে ঠাণ্ডা লাগছে। কারণ শীতের বাতাসের প্রবাহ এখনো পুরোপুরি যায়নি। শুধু এ বছরই নয়, গত বছরও এমন চিত্র কিছুটা দেখেছি আমরা। ইদানীং এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এই প্রবাহটা থাকছে।’
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৭.২ ডিগ্রি। এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৪.৩ ডিগ্রিতে। অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১৭ ডিগ্রি। কিছুদিন ধরে দেশের বেশ কিছু জেলায় একই চিত্র দেখা যাচ্ছে। এসব জেলায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১৫ ডিগ্রি বা এর আশপাশে থাকছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রাতে অনেক কমে যাওয়ায় শীত ও কুয়াশার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
বজলুর রশিদ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার এই পার্থক্য অস্বাভাবিক বললেও আবহাওয়া অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কিছুটা দ্বিমত পোষণ করেন। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেক বেশি হলে অর্থাৎ রাতের তাপমাত্রা যদি বেশি নিচে নেমে যায় বাতাসের জলীয় বাষ্প কুয়াশা আকারে ছড়িয়ে পড়ে। শীতের পর এ সময় এ ধরনের পরিস্থিতি অস্বাভাবিক নয়। এ রকম হতে পারে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গেলে আবার এই কুয়াশা ভাব থাকবে না।’
তবে গত বছর প্রকাশিত বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ও নরওয়ের আবহাওয়া সংস্থার যৌথ উদ্যোগে করা এক গবেষণায় জলবায়ু পরিবর্তনের কিছু প্রভাব উঠে এসেছে। ‘বাংলাদেশের জলবায়ু পরিবর্তন : ১৯৮০ থেকে ২০২৩ সাল পর্যন্ত আবহাওয়ার প্রবণতা এবং পরিবর্তন পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণাটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ ও নরওয়েজিয়ান মেটিওরজিক্যাল ইনস্টিটিউটের জলবায়ু বিভাগের প্রধান হেন্স ওলেভ হেইগেনের নেতৃত্বে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন বছর ধরে গবেষণা করা হয়।
গবেষণায় দেখা গেছে, ঢাকার ক্ষেত্রে ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে তাপপ্রবাহ শুরু হতো মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে। তবে ১৯৯৭ সালের পর থেকে এই প্রবণতার লক্ষণীয় পরিবর্তন দেখা গেছে। তাপপ্রবাহের সময় পিছিয়েছে মার্চের তৃতীয় বা শেষ সপ্তাহে। এপ্রিল ও মে মাসের প্রায় পুরোটা সময়জুড়েই থাকছে তাপপ্রবাহ।
অন্যদিকে ঢাকায় জানুয়ারিতে সবচেয়ে বেশি শৈত্যপ্রবাহ হলেও এতে পরিবর্তন দেখা যাচ্ছে ১৯৯০-এর দশকের শেষ দিকে। সার্বিকভাবে শৈত্যপ্রবাহ কমে গেছে এই বিভাগে। রাজশাহীতে ২০০৬ সালের পর থেকে শীত দেরিতে আসছে। উত্তরের আরেক বিভাগ রংপুরেও পিছিয়েছে শৈত্যপ্রবাহের শুরুর সময়। তাপপ্রবাহ ক্রমে দীর্ঘায়িত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তিন মাস শীত মৌসুম। মার্চ থেকে মে তিন মাস প্রাক বর্ষা মৌসুম। জুন থেকে সেপ্টেম্বর বর্ষা মৌসুম। অক্টোবর ও নভেম্বর বর্ষা পরবর্তী মৌসুম।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঈদ করতে যাওয়া স্কুল শিক্ষিকা কোহিনুর বেগম বলেন, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবহাওয়া ঠাণ্ডা হয়ে যাচ্ছে। রাত ১০টার দিকে শীত অনুভূত হয়। মধ্যরাতে হাল্কা কম্বল বা কাঁথা গায়ে দিতে হচ্ছে। ফজরের নামাজের সময় উঠলে দেখা যায়, চারদিকে ঘন কুয়াশা। এর আগে এমনটা হয়নি।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানও কিছুদিন ধরে প্রকৃতিতে এমন কুয়াশা দেখে পরামর্শ দিয়ে বলেছেন, ‘কেবল চলতি বছর নয়, বেশ কয়েক বছর ধরে এমনটা হচ্ছে এই অঞ্চলে। অসময়ে কুয়াশা আবার অসময়ে তাপপ্রবাহ শুরু হচ্ছে। এই পরিবর্তন প্রকৃতির অস্বাভাবিক আচরণ। তবে দীর্ঘমেয়াদি না হলে ক্ষতির কোনো কারণ নেই।’
দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়ও একই চিত্র দেখা যাচ্ছে। দিনের তাপমাত্রা মাঝেমধ্যে তাপপ্রবাহের আওতায় চলে আসছে। এতে গরমে কষ্ট বাড়ছে। আবার রাতে তাপমাত্রা অনেকটা কমে শীত শীত ভাব হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, আবহাওয়া বদলে যাচ্ছে। রাত-দিনের তাপমাত্রার মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে। মৌসুমের শুরুতেই এবার দেখা দিয়েছে এ অবস্থা। সাধারণত মরুভূমিতে এমন অবস্থা দেখা যায়।
অন্যদিকে চৈত্রের সকালেও ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশা ও শীতে শরীরে জড়াতে হচ্ছে জ্যাকেট। কালের কণ্ঠের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, গত মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল। সকাল ৮-৯টা পর্যন্ত কুয়াশার তীব্রতা এতটা ছিল যে কিছু দূরত্বের বস্তু দেখতেও কষ্ট হচ্ছিল।
১৫ জেলায় তাপপ্রবাহ
এদিকে গতকালও দেশের ১৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে গেছে। আজ শুক্রবারও তা অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রা কমতে পারে, বৃষ্টি বাড়তে পারে
আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল শনিবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পরদিন রবিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আগামীকাল ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরদিন রবিবারও একই পরিস্থিতি থাকতে পারে। তবে পরের দুই দিনে বৃষ্টিপাতের বিস্তৃতি আবার কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের শাহজাদপুরে, ৩৮.২ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৬ ডিগ্রি।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন রংপুর ব্যুরোপ্রধান, চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁও প্রতিনিধি]