<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে তাঁর যশোরের বাড়িসহ বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ-মাহফিল এবং এতিখানায় খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছে। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৭ সালের ৬ জুন বিচারপতি লতিফুর রহমান ইন্তেকাল করেন। তিনি ১৯৩৬ সালের ১ মার্চ যশোরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ইংরেজি সাহিত্য এবং আইন বিষয়ে অধ্যয়ন করেন। ১৯৬০ সালে তিনি ঢাকা হাইকোর্টে আইন পেশা শুরু করেন। ১৯৭৯ সালে লতিফুর রহমান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১৯৯১ সালের ১৫ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি হন। ২০০১ সালের ১ জানুয়ারি দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অবসরে থাকাবস্থায় ২০০১ সালে ১৫ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন বিচারপতি লতিফুর রহমান। অবসরকালে তিনি আইন বিষয়ে এবং আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ প্রণয়ন করেন। সংবাদ বিজ্ঞপ্তি। </span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>