<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগ ও জাইকার যৌথ উদ্যোগে গতকাল শনিবার ‘জাপানের আধুনিকায়নে শিক্ষার উন্নয়ন’ শীর্ষক চতুর্থ জাইকা চেয়ার লেকচার অনুষ্ঠিত হয়েছে।</p> <p>বক্তারা বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত দেশে রূপান্তরিত হতে জাপানের উন্নয়ন মডেল হতে পারে বাংলাদেশের অগ্রগতির সবচেয়ে ভালো পথ। জাপানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ নিজস্ব স্বকীয়তায় উন্নতি করতে পারে।</p> <p>লেকচারে মূল বক্তব্য দেন জাইকা ওগাতা সাদাকো রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ অ্যাডভাইজার কায়াশিমা নোবুকো।</p> <p>প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জাপানের শিক্ষাগত উন্নয়ন থেকে শেখার প্রয়োজনের বিষয়টি তুলে ধরেন।</p> <p>জাইকা বাংলাদেশ দপ্তরের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে জানান, শুধু অবকাঠামোগত উন্নয়নে আটকে না থেকে যৌথ উদ্যোগে গবেষণা, তাতে পাওয়া জ্ঞানের উপস্থাপন ও অংশীদারি বাড়ানো এবং একাডেমিয়ার সঙ্গে উচ্চতর সহযোগিতা স্থাপন করা দরকার।</p> <p>জাপানিজ স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শিবলী নোমানের সভাপতিত্বে লেকচারে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।</p> <p> </p>