<p>আইএফআইসি ব্যাংক ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০২৩’ পেয়েছেন চার তরুণ। ২০২৩ সালে সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতা, প্রবন্ধ ও গবেষণা, কথাসাহিত্য, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ও সাহিত্য,  শিশু-কিশোর সাহিত্য—এই চার বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। কবিতায় এবার উপযুক্ত বই জমা না পড়ায় পুরস্কার দেওয়া যায়নি। অনুষ্ঠানে পুরস্কৃতদের নাম ঘোষণা ও অভিনন্দন জানান কবি মাহবুব সাদিক। এবার কথাসাহিত্যে ‘ভাতের কেচ্ছা’ গ্রন্থের জন্য কামরুন্নাহার দিপা, প্রবন্ধ-গবেষণায় ‘জনসংস্কৃতির রূপ ও রূপান্তর’ গ্রন্থের জন্য শারফিন শাহ, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ও সাহিত্যে ‘ফাড়াবাড়ি হাট গণহত্যা-আদর্শ বাজার গণহত্যা’ গ্রন্থের জন্য ফারজানা হক এবং শিশু-কিশোর সাহিত্যে ‘আলোয় রাঙা ভোর’ গ্রন্থের জন্য রহমান বর্ণিল ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৩’ অর্জন করেছেন। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেকে পেয়েছেন দুই লাখ টাকা, একটি ক্রেস্ট, সনদ ও মানপত্র।</p> <p>পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালি ও কলম সম্পাদক সুব্রত বড়ুয়া, প্রকাশক আবুল খায়ের এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।</p> <p>কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘বেঙ্গল ফাউন্ডেশন সাহিত্যে, শিল্পকলার মাধ্যমে তারুণ্যের সম্ভার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।’ কালি ও কলম সম্পাদক সুব্রত বড়ুয়া স্মরণ করেন কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর প্রয়াত সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং সম্পাদক আবুল হাসনাতকে। তিনি বলেন, এই পুরস্কারের মধ্য দিয়ে সাহিত্যের প্রচার ও প্রসারে ভূমিকা রাখবে।</p>