<p>ছোট পর্দার এ সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই সামিরা খান মাহির। মুহূর্তে দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। যতই দিন যাচ্ছে ততই যেন নজর কাড়ছেন স্টাইলিশ অভিনেত্রী সামিরা খান মাহি। ইতোমধ্যে শোবিজে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। তবে সম্প্রতি কাজ নিয়ে কিছু দিন ধরে নীরব এই অভিনেত্রী। আগের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কাজের আপডেটও মিলছে না। কী করছেন মাহি? খোঁজ নিয়েছেন সুদীপ কুমার দীপ।</p> <p><strong>অনেক দিন ধরে চুপচাপ আছেন। কোনো খবরেও পাওয়া যাচ্ছে না।</strong><strong> কারণ কী?</strong></p> <p>তেমন কোনো কারণ নেই। চারপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। একটা সময় যে কাজই করতাম সামাজিক মাধ্যমে পোস্ট করতাম। তাতে ভালো-খারাপ দুটোই হতো। কেউ শুভকামনা জানাত, আবার কেউ মুখ ভার করে থাকত। এখন আর কিছুই শেয়ার করতে ইচ্ছা করে না। তবে আমার কাজ একেবারে থেমেও নেই। এই যেমন আজও আমি শুটিংয়ে। এটা কিন্তু অনেকেই জানেন না!</p> <figure class="image"><img alt="5" height="630" src="https://86818.cdn.cke-cs.com/P2L2jgHUvgWktCrrKevC/images/6b2cee06f6128a86f966ba8ec1f71a89e5129d62febd64c6.jfif" width="420" /> <figcaption><sub><em>সামিরা খান মাহি</em></sub></figcaption> </figure> <p><strong>আজ কিসের শুটিং করছেন?</strong></p> <p>চয়নিকা চৌধুরীর একক নাটকের শুটিং করছি। তিনি আমার প্রিয় পরিচালক। তাঁর সঙ্গে কাজ করার আনন্দটাই আলাদা। নাটকের নাম ‘কাজল ভোমরা’, আমার সহশিল্পী জুনায়েদ বোগদাদী। আজ (বুধবার), কালও নাটকটির শুটিং করব আমরা। এখনো নাটকটি কোন চ্যানেলে যাবে সেটা জানতে পারিনি। পরে জানা যাবে।</p> <p><strong>নতুন কোনো নাটক মুক্তি পাবে না?</strong></p> <p>বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় নতুন নাটক ‘ইয়েস বস’ মুক্তি পাবে বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে। এতে আমার সঙ্গে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ভাই। পরিচালনা মাহমুদুর রহমান হিমি। মুশফিক ভাইয়ের সঙ্গে আমার নাটকগুলো বরাবরই দর্শকপ্রিয় হয়েছে। এটাও সেই ধারাবাহিকতা রাখবে এটুকু বলতে পারি।</p> <p><strong>আগের চেয়ে কি ব্যস্ততা কমে গেছে?</strong></p> <p>শুধু আমার নয়, ইন্ডাস্ট্রির সবারই কমেছে। এখন নির্মাতারা শিডিউল নিতে যেমন চিন্তা করছেন, আমরাও দিতে অনেক ভাবছি। সরকার পরিবর্তন হলো মাত্র। সব কিছু বুঝে উঠতে তো একটু সময় লাগবে। এই যেমন আগামী মাসের পরিকল্পনা এখনো আমি চূড়ান্ত করতে পারিনি। কবে শুটিং করব, ঢাকার বাইরে শিডিউল দেব কি না, আউটডোর শুটিং করব, না ইনডোর করব—দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছি। মনে হয় অন্যরাও এমন অবস্থায় দিন পার করছেন। দেশের স্থিরতা ফিরিয়ে আনতে সরকারকে তো একটু সময় দিতে হবে। হয়তো ডিসেম্বর নাগাদ ইন্ডাস্ট্রি আগের মতো ব্যবস্থা ফিরে পাবে।</p> <p><strong>বিদেশে ঘুরতে বেশ পছন্দ করেন। নতুন কোনো পরিকল্পনা আছে নাকি?</strong></p> <p>আপাতত পরিকল্পনা নেই। এই বছরের শুরুতে তো দেশের বাইরে ছিলাম। আসলে আমার মধ্যে একটা গভীরতা এসেছে, ভারী ভারী ভাব যাকে বলে, এখন তো বড় হয়েছি। আগের মতো তো চঞ্চলতা নিয়ে কিছু করতে মনে সায় দেয় না। আগে মন চাইলে দেশের বাইরে শুধু নয়, দেশের মধ্যেও এখানে-সেখানে গিয়েছি। বন্ধু-বান্ধবের সঙ্গেও আড্ডা দিয়েছি ভরপুর। এখন থেকে নিজেকে আরো বেশি গুছিয়ে নিতে চাই।</p>