৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ : নুর

বরিশাল অফিস
বরিশাল অফিস
শেয়ার
৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ : নুর
বরিশাল মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন নুরুল হক নুর। ছবি : কালের কণ্ঠ

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বিএনপির সঙ্গে কোনো রাজনৈতিক জোট করিনি। আমরা কোনো সংসদীয় আসন ভাগাভাগি বা জাতীয় সরকার গঠন করব না। বরং গণ অধিকার পরিষদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে।’ 

মঙ্গলবার (২৯ অক্টোবর) পটুয়াখালীর গলাচিপায় যাওয়ার পথে বরিশাল নগরীর চৌমাথায় যাত্রাবিরতিতে বরিশাল মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আজ তার নিজ উপজেলা গলাচিপায় একটি সমাবেশে যোগ দেবেন নুর।

তিনি আরো বলেন, ‘আমরা সব রাজনৈতিক দল একত্র হয়ে হাসিনাবিরোধী আন্দোলন করেছি, কিন্তু আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি আমাদের বিভিন্ন কার্যক্রমে বাধা প্রদান করেছে। আমরা দলের হাইকমান্ডকে জানিয়েছি তাই বিএনপি থেকে প্রেস রিলিজ করে আমাদের সহযোগিতা করার কথা বলা হয়েছে।’

বরিশাল মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি মহানগর ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মহানগর যুবর সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস মিয়াসহ অসংখ্য নেতা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

শেখ হাসিনার ভুলে ৫৭ সেনা কর্মকর্তা খুন হন : আমান

কেরানীগঞ্জ প্রতিনিধি
কেরানীগঞ্জ প্রতিনিধি
শেয়ার
শেখ হাসিনার ভুলে ৫৭ সেনা কর্মকর্তা খুন হন : আমান
ছবি : কালের কণ্ঠ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ‘শেখ হাসিনার ভুলে ৫৭ জন সেনা কর্মকর্তা খুন হয়েছেন। সেদিন বাংলাদেশ সেনাবাহিনীকে অপারেশনের অনুমতি দিলে এবং বিদ্রোহীদের সাধারণ ক্ষমার ঘোষণা না দিলে এই হত্যাকাণ্ড ঘটত না।’

শনিবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে শাক্তা ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘দেশে হাসিনার রাজনীতি করার অধিকার নেই।

হাসিনা ও তার এমপি-মন্ত্রী-নেতাদের বাংলার মাটিতে বিচার হবে। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি হবে। কেউ তাদের রক্ষা করতে পারবে না।’

তিনি বলেন, ‘বিজয় আমাদের সুনিশ্চিত।

তাই আপনারা তৃণমূলের কাছে যান, তাদের কথা শুনুন, যেখানে অন্যায় দেখবেন তার লাগাম টেনে ধরুন, সে যদি আমাদের দলের বড় নেতাও হয় কোনো ছাড় নয়।’

ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বে ও থানা বিএনপির দপ্তর সম্পাদক জানে আলম সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি শামিম হাসান, সহসভাপতি হাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কোষাধ্যক্ষ তারেক ইমাম বাবুল, সদস্য জাহিদ হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম প্রমুখ।

মন্তব্য

সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে : ইশরাক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে : ইশরাক
সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

শনিবার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, ‘২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। না হলে যথাসময়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেব ইনশাআল্লাহ।

’ 

আরো লিখেছেন, ‘সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না।’

প্রাসঙ্গিক
মন্তব্য

একাত্তরের গণহত্যার বিচার অব্যাহত রাখা উচিত : রুহিন হোসেন প্রিন্স

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর প্রতিনিধি
শেয়ার
একাত্তরের গণহত্যার বিচার অব্যাহত রাখা উচিত : রুহিন হোসেন প্রিন্স
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘একাধিক সংস্কার প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং ১৯৭১ সালের গণহত্যার বিচার অব্যাহত রাখা উচিত।’

আজ শনিবার বিকেলে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা সিপিবির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘বাহাত্তরের সংবিধানে কিছু অসম্পূর্ণতা রয়েছে, যা দূর করে একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করতে হবে।

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘বাহাত্তরের সংবিধান ফেলে দেওয়ার দাবিতে কার অধিকার রয়েছে? যারা বর্তমানে ক্ষমতায়, তারা তো বাহাত্তরের সংবিধান অনুসরণ করেই ক্ষমতায় এসেছে।’

সিপিবি সাধারণ সম্পাদক বলেন, ‘যারা সংবিধান পরিবর্তন করতে চান, তাদের উচিত জনগণের কাছে গিয়ে সমর্থন আদায় করা। যদি জনগণ তাদের এই পরিবর্তনের জন্য সমর্থন দেয়, তবে সংবিধান পরিবর্তন করা সম্ভব হবে। তবে সিপিবি মনে করে যে আমাদের সংবিধান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ফলস্বরূপ এবং তার ভিত্তিতেই এ দেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে যতটুকু সংস্কার প্রয়োজন, তা দ্রুত বাস্তবায়ন করা উচিত। নির্বাচনের পর সংসদ সদস্যদের কাজ হবে জনগণের চাহিদা অনুযায়ী আইন প্রণয়ন করা, আর স্থানীয় সরকারকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।’

সিপিবি নেতা জানান, রাজনীতির মাঠে দাঁড়িয়ে তাদের দলের কাজ হবে শ্রমিক, মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করা এবং দেশের সার্বিক মুক্তির জন্য সংগ্রাম করা। তারা চান, দেশের রাজনীতিতে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়ে সোচ্চার হওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুক্তির সংগ্রাম এগিয়ে নেওয়া।

সভায় সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী রুহুল আমিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়াল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি বিকাশ মণ্ডল এবং অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

‘ভারতে ওয়াকফ বিল মুসলমানদের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘ভারতে ওয়াকফ বিল মুসলমানদের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা’
সংগৃহীত ছবি

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

আজ শনিবার গণতান্ত্রিক ছাত্রসংসদের মুখপাত্র আশরেফা খাতুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক চরিত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

এতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হওয়ার পাশাপাশি মুসলিম জাতিগোষ্ঠীর বসবাসের কারণে সেখানকার জনমানুষের প্রতি আমাদের এক ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে।

বিগত ১০ বছর যাবৎ ভারতে হিন্দুত্ববাদী বিজেপি সরকার নানাভাবে সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠীকে দমন-পীড়ন, নির্যাতন-নিপীড়ন করে চলেছে। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ভারতে বিজেপি এমন এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, যেখানে সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠীর পাশাপাশি আদিবাসী ও দলিত শ্রেণিগোষ্ঠীর মানু্‌ষদেরও জাতিগত নিপীড়নের শিকার হতে হয়।’

‘এর মাধ্যমে বহু বৈচিত্র্যের ভারতকে একটি এককেন্দ্রিক বিমানবিকীকরণের পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে; যা একই সঙ্গে অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও মানবতার সর্বজনীন অঙ্গীকারসমূহকে লঙ্ঘন করে।’

গণতান্ত্রিক ছাত্রসংসদ বলেছে, ‘ওয়াকফ বিলটি ভারতে অবস্থিত অসংখ্য মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠানসমূহকে রাষ্ট্রীয় কর্তৃত্বের আওতায় নিয়ে আসবে।

যা এসব ধর্মীয় মানবতাবাদী প্রতিষ্ঠানসমূহের স্বাধীন কর্তাসত্তাকে অস্বীকার করার পাশাপাশি রাষ্ট্রীয় সন্ত্রাস আর বিভেদের পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবে এবং উপমহাদেশের স্থিতিশীলতাকে সহিংস করে তুলবে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ দুনিয়ার সব মজলুম মানুষের প্রতি আমাদের ভ্রাতৃত্ব আর সংহতির বন্ধন থেকে ওয়াকফ বিলটি পাস হওয়ার তীব্র নিন্দা জানাই।’

‘পাশাপাশি আমরা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বাংলাদেশ সরকারসহ বাংলাদেশের সব সামাজিক, রাজনৈতিক সংগঠনসমূহকে ভারতের মজলুম জাতিগোষ্ঠীর পক্ষে এবং এহেন বিতর্কিত মানবতাবিরোধী আইনের বিপক্ষে নিজেদের নিন্দা ও হুশিয়ারি জ্ঞাপন করার আহ্বান জানাচ্ছি।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ