<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক দফা আন্দোলন-সংগ্রামের পর রাজবাড়ী থেকে ছেড়ে আসা চন্দনা কমিউটার ট্রেনের যাত্রাবিরতি ফরিদপুরে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে ঢাকাগামী ট্রেনটি ফরিদপুর স্টেশনে প্রথমবারের মতো যাত্রাবিরতি দেয়। ফরিদপুর স্টেশন এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টা ৩৫ মিনিটে স্টেশনে দীর্ঘ প্রতীক্ষা নিয়ে অবস্থান করে আন্দোলনকারীসহ স্থানীয় বাসিন্দারা। চন্দনা কমিউটার পৌঁছলে করতালি দিয়ে স্বাগত জানায় তারা। এরপর সেখানে দুই মিনিট অবস্থান করে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। ফরিদপুর সহকারী স্টেশন মাস্টার সুজাত আলী সরদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সপ্তাহে শুক্রবার ব্যতীত ছয় দিন চলবে ট্রেনটি। নিয়মিত ফরিদপুর স্টেশনে থামবে। এ বিষয়ে সোমবার রাতে আমরা নির্দেশনা পেয়েছি। সেই মোতাবেক আজ প্রথমবারের মতো এখানে ট্রেন থেমেছে। ট্রেনটি প্রতিদিন রাজবাড়ী থেকে ছেড়ে ভোর ৫টা ৩৫ মিনিটে ফরিদপুর স্টেশনে এসে পৌঁছবে এবং দুই মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।</span></span></span></span></p> <p> </p>