<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পর্বতারোহী শায়লা বীথিকে হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ পর্বতারোহী নারীর প্রতি সহিংসতার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণপূর্বক দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় গণপরিসরে নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনা ঘটেই চলেছে এবং রাস্তাঘাটে চলাচলের পথে নারীরা বিভিন্নভাবে শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার শিকার হচ্ছে। এ ধরনের সহিংসতার ঘটনা নারীদের স্বাধীন চলাচলকে বাধাগ্রস্ত করছে। তাদের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকেও প্রশ্নবিদ্ধ করছে। দেশের নারীদের অবস্থান এবং নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধিকতর গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আশু কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শনিবার রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বর এলাকার মাদার কেয়ার হাসপাতালের সামনের ফুট ওভারব্রিজে দিনে-দুপুরে দুর্বৃত্তদের হামলার শিকার হন খ্যাতনামা পর্বতারোহী শায়লা বীথি।</span></span></span></span></p>