<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক গণসংযোগ করা হয়েছে। শেরপুরে বন্যাদুর্গতদের খাদ্য সহায়তা দিয়েছে সংগঠনটি। বিশ্ব শিশু দিবস উপলক্ষে নাটোরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেঙ্গু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক গণসংযোগ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ড. করুণাময় গোস্বামী মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/09.September/29-09-2024/mk/kk-2-2024-09-30-15a.jpg" style="float:left" width="300" />আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল কাইয়ুম, সাংবাদিক জাবেদ আহমেদ জুয়েল ও শরীফ সুমন। বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের পরিকল্পনাবিষয়ক সম্পাদক মেহেদী মঞ্জুর বকুল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক এস এম রাসেল ও দীপ বাপ্পি, প্রকাশনা সম্পাদক কবি আল মনির, সদস্য ফয়সাল আহমেদ, সাংবাদিক মাহফুজুর রহমান পারভেজ ও মোবাশ্বির শ্রাবণ এবং কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেরপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেরপুরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনের উদ্যোগে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দুর্গতদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঝিনাইগাতী উপজেলার বারোয়ামারী মরিয়মনগর গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে খাদ্যসমগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম, সদস্য পলাশ আহমেদ, আব্দুল্লাহ আল রাফি, রিয়ণ ও আশিক চিরাণ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ব</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিশু দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে সংগঠনটির নাটোর জেলা শাখার উদ্যোগে শহরের স্টেশন বস্তি এলাকায় অবস্থিত স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রসঙ্গে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ সব সময় সমাজের পিছিয়ে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পড়া শিশুদের নিয়ে নানা কার্যক্রম সম্পন্ন করে থাকে। বিশ্ব শিশু দিবসেও আমরা এসব শিশু নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে পেরে আনন্দিত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সংগঠনটির সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়ন গুরুত্বের সঙ্গে দেখে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আসলাম আলী সরদার, মোছা. রাশেদা খাতুন, শিশির কুমার দাস, মোছা. বর্ষা খাতুন, মোছা. ফাতেমা খাতুন, মোছা. আরবী খাতুন, সানজিলা রহমান তটিনী ও মুহছানিন ইসলাম মোহন।</span></span></span></span></p> <p> </p>