<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতি বন্ধ চান বেসরকারি উন্নয়ন সহযোগীরা। তাঁরা বলেছেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে যে উন্নয়ন হয়েছে তার বড় অংশেই অবদান রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওগুলো। কিন্তু তাদের কাজ করতে গিয়ে সরকারি কর্মকর্তা, সংস্থা এবং কখনো কখনো সরকারি নীতিমালার কারণে বাধাগ্রস্ত হতে হয়। গতকাল সোমবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে এনজিও নেতারা এসব কথা তুলে ধরেন। রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে এই বৈঠক হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে বৈঠকে ঢাকা ও ঢাকার বাইরের মোট ৭৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ড. দেবপ্রিয়। এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ড. সেলিম রায়হানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ড. দেবপ্রিয় বলেন, যেকোনো কাজের উৎসাহ না দিলে সেই কাজ ভালো হয় না। এনজিওরা উন্নয়নে অনেক অবদান রাখলেও তাদের কোনো স্বীকৃতি ছিল না। ফলে দেশের মানুষও তাদের অবদান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সম্পর্কে জানতে পারেনি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিনিধিরা বলেন, উন্নয়নে বড় অংশীদার হলেও তাঁদের প্রতিনিধিত্ব থাকে না। ফলে তাঁরা বৈষম্যের শিকার হন বলে মনে করেন। বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করতে গিয়ে সবচেয়ে বড় বাধায় পড়ে দুর্নীতির কারণে।</span></span></span></span></p>