<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৫ বছর ধরে ক্যাম্পাসগুলোতে যে নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে তার মধ্যে ৭৮ শতাংশ শিক্ষার্থী রাজনৈতিক ট্যাগের শিকার। এ ছাড়া ১৪ শতাংশ শিক্ষার্থী ইসলামী ছাত্রশিবির ও ২ শতাংশ শিক্ষার্থী ছাত্রদলের রাজনীতি করার কারণে নির্যাতিত হয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য উঠে আসে। গতকাল সোমবার রাত ৮টার দিকে অনলাইন মাধ্যমে একটি ওয়েবিনারে তারা এই প্রতিবেদন প্রকাশ করে। নির্যাতিত হওয়া ৫০ জন ভিকটিমের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটির সভাপতি ড. শিব্বির আহমেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গবেষণায় দেখা  গেছে, বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতনের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে ২৬ শতাংশ শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ শতাংশ ও বুয়েটে ১৬ শতাংশ শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৭ সালে সবচেয়ে বেশি নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ছাড়া সবচেয়ে বেশি নির্যাতন আগস্ট মাসেই ঘটেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়েবিনারে বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের ক্যাম্পাসগুলোতে নির্যাতনের ঘটনা ১৫ বছর ধরে অব্যাহত ছিল। আবরার ফাহাদের নির্যাতনের ঘটনা সারা বাংলাদেশের মানুষকে কাঁপিয়ে দেয়। সবাই এর প্রতিবাদ করেছে। এখন আবরার ফাহাদসহ যত নির্যাতন হয়েছে, সেগুলোর বিচার করতে হবে। আর যাতে আগামী ৫/১০ কিংবা ১৫ বছর পর আর কোনো ধরনের নির্যাতনের ঘটনা না ঘটে, সে ব্যবস্থাও গ্রহণ করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অধিকারের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সি আর আবরার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাঁচ বছর আগে নৃশংস এই (আবরার ফাহাদের) হত্যাকাণ্ড সবাইকে নাড়া দিয়েছিল। আবরার ফাহাদ তথাকথিত বন্ধুরাষ্ট্র নিয়ে কথা বলেছিলেন। আবরার ফাহাদ যে কথাগুলো বলে গিয়েছিলেন, সেটি আমাদের ভাবতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রুলিং পার্টির স্বেচ্ছাচারিতার মধ্যে কাম্পাসগুলো ছিল। শিক্ষকরা দলদাসে পরিণত হয়েছে। তাদেরও এর দায় নিতে হবে। আমি মনে করি, দলীয় লেজুড়বৃত্তি বাদ দিয়ে ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এর পাশাপাশি ক্যাম্পাসগুলোকে নিরাপদ করে সব শিক্ষার্থীর জন্য সুন্দর ক্যাম্পাস তৈরি করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকিব বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র নির্যাতনের ঘটনা হলো মর্মান্তিক। এর ইতিহাস অনেক বড়। ৮০ ও ৯০ দশকে ছিল ছাত্র সংঘর্ষ। আর গত ১৫ বছরে হয়েছে ছাত্র নিপীড়ন ও নির্যাতন। গত ১৫ বছরে আমরা দেখেছি, উৎসব করে বিশেষ কক্ষে নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে। এখানে ছাত্রসংগঠন ও সরকার মিলেমিশে নির্যাতনের ঘটনাগুলো ঘটিয়েছে। যার মূল ভিত্তিতে ছিল বিচারহীনতা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চোধুরী, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর শেহরিন আমিন ভুঁইয়া ও মানবাধিকার আইনজীবী ব্যারিস্টার শাইখ মাহদি প্রমুখ।</span></span></span></span></p>