<p>যশোরে এক অনুষ্ঠানে শেখ হাসিনা এবং তাঁর সরকারের গুণকীর্তন করে রচিত সংগীত বাজানোয় জেলা প্রশাসকের নির্দেশে পাঁচজনকে ধরে নিয়ে গেছে পুলিশ। যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে প্রধান অতিথি অনুষ্ঠান উদ্বোধন করেন। এর পরই ঘটে বিপত্তি।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি গতকাল যশোর জিমনেসিয়ামে ওই সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করে।</p> <p>জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, ‘উদ্বোধনের পর খেলা শুরুর আগে নাচের সঙ্গে সাউন্ডবক্সে থিম সং বাজানো হচ্ছিল। ওই সংগীত পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের কথিত উন্নয়নের ফিরিস্তি নিয়ে রচিত। আমার কাছে মনে হয়েছে, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।’ খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ অনুষ্ঠানস্থল থেকে পাঁচজনকে ধরে থানায় নেয়। আটক ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম, রওশন আরা রাশু, ইমরান হাসান টুটুল, অর্চনা বিশ্বাস ইভা ও হুমায়ুন কবীর। যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে পাঁচজনকে থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।</p> <p> </p>