<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন নির্বাচনের বাকি আছে হাতে গোনা কয়েক দিন। এরই মধ্যে কিছু অঙ্গরাজ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের মূল দুই প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের    মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচনী প্রচারণার শুরুতে রিপাবলিকানদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে জনমত জরিপগুলোকে ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন হ্যারিস। অন্যদিকে জনপ্রিয়তার নিরীক্ষে হ্যারিস এগিয়ে থাকায় ডেমোক্র্যাট শিবিরে ছিল স্বস্তি। তবে সম্প্রতি জনমত জরিপগুলোতে সেই চিত্র আমূল বদলে গেছে। জনপ্রিয়তায় ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের সমান অবস্থানে চলে এসেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। আর ট্রাম্পের এই শক্ত অবস্থান ডেমোক্র্যাট শিবিরের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবিসি গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে,  নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের সর্বশেষ জরিপে দেখা গেছে, পপুলার ভোটে ট্রাম্প-কমলা সমান অবস্থানে রয়েছেন। দুই প্রার্থীই ৪৮ শতাংশ ভোট পেয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচনের আগের এই গুরুত্বপূর্ণ সময়টাতে একের পর এক অভিযোগের পাহাড় ডিঙিয়ে জনপ্রিয়তায় হ্যারিসের কাতারে চলে এসে ট্রাম্প শুধু নিজের অবস্থানই শক্ত করেননি, রিপাবলিকান শিবিরেও নিয়ে এসেছেন স্বস্তির পরশ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেমোক্র্যাট শিবিরের জন্য উদ্বেগের একটি মূল কারণ হলো, সর্বশেষ জরিপে ডেমোক্র্যাটদেও ঘাঁটি মিশিগান, উইসকনসিন ও পেলসিলভানিয়ার মতো </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্লু ওয়াল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রাজ্যেই শুধু ট্রাম্পের জনপ্রিয়তা বাড়েনি, বরং কৃষ্ণাঙ্গ ও লাতিন ভোটারদের মধ্যেও ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে। </span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাই ৫ নভেম্বরের নির্বাচনে জিততে হলে কমলাকে ডেক্রোক্র্যাটদের চেনা গণ্ডির ব্যাপারে গিয়ে ভোটারদের নিজের ঝুলিতে টানতে হবে। পাশাপাশি ২০২০ সালে বাইডেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভঙ্গুর জোটকেও সমান মুনশিয়ানায় সামলাতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে জনমত জরিপ যা-ই হোক, নির্বাচনে হোয়াইট হাউসের গদি দখল করতে চেষ্টার ত্রুটি রাখছেন না দুই প্রার্থীই কেউই। প্রচারণার এই গুরুত্বপূর্ণ সময়টাতে তাঁরা দোদ্যুলমান রাজ্যগুলোর ভোটার টানতে ব্যস্ত সময় পার করছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জর্জিয়াতে হ্যারিসকে সমর্থন জানাতে বিশাল সমাবেশে বেশ কয়েকজন তারকাশিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামা। কমলা হ্যারিসের সমর্থনে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ব্যাটলগ্রাউন্ড রাজ্য জর্জিয়ায় হাজার হাজার লোকের সমাবেশে অংশ নেন ওবামা। ২০২৪ সালের নির্বাচনে জর্জিয়াকে অন্যতম দোদুল্যমান রাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ বিজয়ী নির্ধারণে সহায়তা করতে পারে এমন রাজ্যের মধ্যে জর্জিয়া অন্যতম গুরুত্বপূর্ণ। সেখানকার সমর্থকদের ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ী করতে দ্রুত আগাম ভোট দেওয়ার আহ্বান জানান কমলা হ্যারিস। পাশাপাশি ভোটে ট্রাম্পকে প্রত্যাখ্যান করারও আহ্বান জানিয়েছেন তিনি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে স্থানীয় সময় গত বৃহস্পতিবার আরিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নির্বাচনী সমাবেশে অভিবাসীদের সমালোচনা করে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা একটি আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয়েছি। বাকি বিশ্বের জন্য আমরা একটি ময়লার ভাগাড়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। সূত্র : বিবিসি, সিএনএন</span></span></span></span></p> <p> </p> <p> </p>