<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সরকার মাঠ পর্যায়ে তদারকিসহ পণ্য আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে পণ্য আমদানির ক্ষেত্রে কোনো দেশের সিন্ডিকেট থাকাও সমস্যা বলে মন্তব্য করেন তিনি। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে সরকারি প্রতিষ্ঠান-টিসিবির পণ্যের সঙ্গে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বল্প ও মধ্যমেয়াদি কিছু পদক্ষেপ তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডের বাইরে সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। ৫৯০ টাকায় টিসিবি নিয়মিত পণ্যের সঙ্গে তিন কেজি আলু ছাড়াও পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল এবং দুই লিটার তেল বিক্রি করছে। এ ছাড়া ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে সরকারের কোনো টানাপড়েন নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। </span></span></span></span></span></p> <p> </p>