<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শিগগিরই নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশে আসছে। জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে ত্বরান্বিত করতে সম্মত হয়েছে ভারত ও নেপাল। ফলে ভারত হয়ে শিগগিরই বাংলাদেশে আসছে নেপালের বিদ্যুৎ। সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গত ৩ অক্টোবর নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য ত্রিপক্ষীয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানিতে নেপাল ভারতের অনুমতি চেয়েছে। কারণ দেশটির ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে হবে। নেপালের এ আহ্বানে ভারত সাড়া দিয়েছে। ফলে শিগগিরই ভারত হয়ে নেপালের বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির অনুমতি মিলবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দ্য প্রিন্ট জানিয়েছে, গত ৩ থেকে ৬ নভেম্বর নেপালের জ্বালানি ও পানিসম্পদ মন্ত্রী দীপক খাড়কা ভারত সফর করেছেন। এ সময় তিনি ভারতের বিদ্যুত্মন্ত্রী মনোহর লাল খাট্টার ও পানিসম্পদ মন্ত্রী সি আর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে জ্বালানি, পানিসম্পদ এবং সেচ খাতে সহযোগিতার অগ্রগতি নিয়ে তাঁরা আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিতে ভারতের সহযোগিতার বিষয়েও আলোচনা করেন তাঁরা। সফর শেষে দেশে ফিরে নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীপক খাড়কা। এ সময় তিনি বলেন, ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির জন্য ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৩ অক্টোবর নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির ত্রিপক্ষীয় চুক্তিকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।</span></span></p>