<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশিদের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ ও জবাবদিহির রূপরেখার ওপর গুরুত্ব দিচ্ছেন ঢাকা সফররত যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। গতকাল শনিবার সন্ধ্যায় এক এক্স বার্তায় তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তাল কয়েকটি মাস পার করার পর বাংলাদেশের জনগণ একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ এবং জবাবদিহির রূপরেখা পাওয়ার অধিকার রাখেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ক্যাথরিন ওয়েস্ট বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থনীতি স্থিতিশীল করতে এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে যুক্তরাজ্য কিভাবে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে, সে বিষয়ে আলোচনা করতে আমি এই সফরে এসেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে অংশীদারি ঐতিহাসিক ও অনন্য। এই অংশীদারির ভিত্তি কমনওয়েলথের মূল্যবোধ ও মানুষে মানুষে বন্ধন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:12pt"><span style="font-family:"Minion Pro","serif""><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক্স বার্তার পাশাপাশি ক্যাথরিন ওয়েস্ট তাঁর রিকশায় বসা একটি ছবি প্রকাশ করেছেন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানায়, অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের পাশাপাশি রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা ও সুধীসমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রয়েছে ক্যাথরিন ওয়েস্টের সফরসূচিতে। দুই দিনের সফর শেষে আজ রবিবার তিনি ঢাকা ছাড়বেন।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>