<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধে বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে গণসচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বয়ঃসন্ধিকাল বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় সংগঠনের উদ্যোগে। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বয়ঃসন্ধিকাল " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />ঢাকা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষতিকর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পলিথিনের ব্যবহার বন্ধে জনসাধারণকে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘ বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে গতকাল শনিবার গণসচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুর রহমান, আবু হুরাইরা আতিক, আবরী আক্তার, রুহানী খাতুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গলাচিপা</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (পটুয়াখালী) : বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে বয়ঃসন্ধিকাল বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার উপজেলার আটখালী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সবুজ কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কর্মশালায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী জেলা সমন্বয়কারী সাইমুন রহমান এলিট, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক গোলাম মস্তফা, সহকারী শিক্ষক শিউলী রানী ধর, সজল চন্দ্র রায়, শুভসংঘের নির্বাহী সদস্য মাজহারুল ইসলাম, সাংবাদিক সাব্বির আহমেদ প্রমুখ।</span></span></span></span></p> <p> </p>