<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ দৈনিক মৃত্যু। এ নিয়ে চলতি নভেম্বর মাসের ২৪ দিনেই ১৪৪ জনের মৃত্যু হলো। এর আগে অক্টোবর মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক দিনে যে ১১ জন মারা গেছে, তাদের মধ্যে পাঁচজন ঢাকা উত্তর সিটি করপোরেশন, চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। খুলনা বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত ডেঙ্গুতে চলতি বছর ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই সংখ্যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৭৯ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন ভর্তি হয়েছে অক্টোবর মাসে। আর নভেম্বরের ২৪ দিনে ভর্তি হয়েছে ২৪ হাজার ৯৭৪ জন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। মোট আক্রান্তের ৪২ শতাংশ এই বয়সের। মৃত্যুর হারও এদের বেশি, প্রতি চারজনে একজনের মৃত্যু হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮২ হাজার ৬১২ রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ৭২০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৪৫২ জন; আর দুই হাজার ২৬৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। </span></span></span></span></span></p>