<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েছিলেন একজন নারী যাত্রী। এ অবস্থায় অসুস্থ যাত্রী, একটি শিশুসহ দুজনকে গতকাল বুধবার পাকিস্তানের করাচি বিমানবন্দরে নামিয়ে চট্টগ্রামে ফিরেছে উড়োজাহাজটি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ওই নারী যাত্রী অসুস্থ হওয়ার পর উড়োজাহাজটি কাছাকাছি পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। দুই যাত্রী নেমে যাওয়ার পর উড়োজাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। দুপুর ১টায় অন্য যাত্রীদের নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি।</span></span></span></span></p>