<p style="text-align:justify">চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে একই আদালত পুলিশের ওপর হামলা ঘটনায় করা মামলায় আটজনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।</p> <p style="text-align:justify">চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মফিজুল হক ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, সাইফুল হত্যা মামলার আসামি রিপন দাশের ৫ দিন ও আমান দাশ, বিশাল দাশ ও রাজীব ভট্টাচার্যের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।</p> <p style="text-align:justify">এছাড়া চিন্ময় কৃষ্ণের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় আটকজনের প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন সুমন দাশ, রুপন দাশ, সৌরভ দাশ, ইমন চক্রবর্তী, সুজন চন্দ্র দাশ, মোহাম্মদ রফিক, আহমেদ হোসেন ও সাকিবুল আলম।</p> <p style="text-align:justify">চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আট আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।</p> <p style="text-align:justify">এর আগে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে নিরাপত্তায় বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। শুনানি শেষে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।<br />  </p>