<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের সার্বভৌমত্বের প্রতি যেকোনো হুমকি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অঙ্গীকার করেছেন জাতীয় কবিতা পরিষদের নেতারা। তারা বলেছেন, জাতীয় পতাকা, সম্প্রতি জাতীয় সংগীত ও দূতাবাসে হামলার মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে হুমকি দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের জনগণের সঙ্গে কোনো শত্রুতা নেই। কিন্তু সে দেশের সরকারের উসকানিতে এসব হচ্ছে। উসকানিতে পা না দিয়ে সব ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন তারা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জাতীয় কবিতা পরিষদের সদস্যসচিব রেজাউদ্দিন স্টালিন, কবি শাহীন রেজা, আসাদ কাজল, নূরুন্নবী সোহেল, সুমনা নাজনীন প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হান বলেন, ভারতের মোদি সরকারের উসকানিতে দূতাবাসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে। পৃথিবীর সব দেশের পতাকা ও জাতীয় সংগীতকে মানুষ সম্মান করে। এসবের সঙ্গে কোনো দেশের মানুষের বিরোধ থাকার কথা নয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি আক্রমণ এসেছে। দুই দেশের জনগণের মধ্যে কোনো শত্রুতা নেই। কিন্তু এ দেশের মানুষ আধিপত্য চায় না, শান্তি চায়। তবে সার্বভৌমত্বের প্রতি হুমকি এলে স্বাধীনতা রক্ষার জন্য মানুষ আবারও লড়াই করবে।</span></span></span></span></p> <p> </p>