ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬

চলছে ট্রেন, বিলম্বে ভোগান্তি, বাস-বিমানে বাড়তি ভাড়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চলছে ট্রেন, বিলম্বে ভোগান্তি, বাস-বিমানে বাড়তি ভাড়া
মঙ্গলবার গভীর রাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন রেলের রানিং স্টাফরা। গতকাল ভোর থেকে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ের কারণে অনেক যাত্রীই ভোগান্তিতে পড়ে। কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর গতকাল বুধবার সকাল সাড়ে ৬টা থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে প্রতিটি ট্রেনই ঘণ্টাখানেক দেরিতে স্টেশন ছেড়েছে। এতে করে ট্রেন চলাচল শুরু হলেও বিলম্বে ট্রেন ছাড়াতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

স্বাভাবিক সময়ে ঢাকার কমলাপুর থেকে ৪২ জোড়া আন্ত নগর এবং ২৫ জোড়া মেইল কমিউটার চলাচল করে।

কিন্তু গতকাল বিকেল পর্যন্ত ২৬টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে এবং ২০টি ট্রেন ঢাকার বাইরে থেকে কমলাপুরে এসেছে। ঢাকায় দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, বুধবার সকাল সাড়ে ৬টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে প্রথম আন্ত নগর ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে।

রানিং স্টাফদের আন্দোলন থেমে গেলেও রেলের ইঞ্জিন (লোকোমোটিভ) সময়মতো রেডি করা যাচ্ছে না। এগুলোকে ট্র্যাকে এনে রেকে জোড়া দিতে বেশ সময় লাগছে।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকার সংবাদে বাস ও বিমানপথে যাত্রীদের চাপ বাড়ে। বাসস্টেশনগুলোতে যাত্রীদের ভিড়ের কারণে মূল ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেকেই টিকিট কিনতে বিমানবন্দর বাস কাউন্টারে ধরনা দেন। হঠাৎ যাত্রীর চাপ বেড়েছে বলে জানিয়েছেন বাস কাউন্টারের টিকিটম্যানরাও।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সড়কে উন্নয়নের নামে খোঁড়াখুঁড়ি

শেয়ার
সড়কে উন্নয়নের নামে খোঁড়াখুঁড়ি
রাজধানীর সড়কে উন্নয়নের নামে খোঁড়াখুঁড়ি চলছেই। এতে ভোগান্তিতে পড়তে হয় চলাচলকারীদের। গতকাল বাড্ডা থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

অবস্থান কর্মসূচি

শেয়ার
অবস্থান কর্মসূচি
মানদণ্ড পূরণকারী সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

ঢাকা ওয়াসা বহুমুখী সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকা ওয়াসা বহুমুখী সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

একতাই শক্তি, একতাই মুক্তি’—এই স্লোগানে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, তাকসিম এ খান অন্যায়ভাবে সমবায় সমিতি বন্ধ করে দিয়েছিলেন। এখন সময় বদলেছে, তাই জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের নেতাদের কাছে অনুরোধ, আপনারা অনেক কাজ করছেন, এবার সমবায় সমিতির দেনা-পাওনা নিজের হাতে আদায়ের ব্যবস্থা করুন।

এতে সবাই উজ্জীবিত হবে। আমরা বিশ্বাস করি, নেতৃবৃন্দের সিদ্ধান্তে সবাই একমত আছি। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আজিজুল আলম খান বলেন, আমি প্রস্তাব দিয়েছি, আমার ভাইদের জন্য যাঁরা অবসরে গেছেন এবং অসুস্থ হলে উন্নত চিকিৎসা পেতে পারেন এ জন্য উন্নতমানের হাসপাতালে চারটি সিট বুকিং রাখার ব্যবস্থা করা হোক। সেটি ম্যানেজমেন্ট সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে।

মন্তব্য

সীমান্তে রোহিঙ্গাসহ ১৫ জনকে পুশব্যাক

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
সীমান্তে রোহিঙ্গাসহ ১৫ জনকে পুশব্যাক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে এক রোহিঙ্গহাসহ ১৫ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত মঙ্গলবার মধ্যরাতে তাদের পুশব্যাক করা হয়। জানা যায়, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতীয় পুলিশ তাদের আটক করে।

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতার পার করে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি বিএসএফ ১৫ জনকে পুশব্যাক করেছে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ