ঢাকা, বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬
নৌপরিবহন উপদেষ্টা

নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিলে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিলে জরিমানা

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, লঞ্চে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না। যাত্রীদের নির্ধারিত ভাড়া তালিকাভুক্ত করে প্রকাশ্যে ঝুলিয়ে রাখতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া হলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে।

গতকাল সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য স্টেকহোল্ডারদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, ঈদুল ফিতর সামনে রেখে নৌচলাচলের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিদ্ধান্তগুলো ১৫ রমজান থেকে বাস্তবায়ন শুরু হবে। জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তাটি উন্মুক্ত রাখতে হবে। বাস যাত্রাপথে যত্রতত্র দাঁড়িয়ে রাস্তা বন্ধ করতে পারবে না। আমি পুলিশকে অনুরোধ করেছি, তারা তিনটি জায়গায় র‌্যাকার নিয়ে দাঁড়িয়ে থাকবে।

প্রয়োজন হলে বাস উঠিয়ে নিয়ে যাবে। গোলাপ শাহ মাজার থেকে সদরঘাট পর্যন্ত এমন একটা বিশৃঙ্খল অবস্থা হয়, কেউ ৩টার সময় রওনা হলেও ৭টার লঞ্চ ধরতে পারে না। একটা সভ্য দেশ, সভ্য শহরে এটা হয় না।

তিনি বলেন, রাতে স্পিডবোট ও বাল্কহেড চলবে না, একটি লঞ্চ আরেকটি লঞ্চের সঙ্গে প্রতিযোগিতা করবে না।

লঞ্চের ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে। ফিটনেস ইন্সপেকশন কাল থেকেই শুরু হবে। মালিকদের বলব তাঁরা যাতে ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

তরুণীকে মারধর

আপন কফি হাউসের কর্মচারীর দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আপন কফি হাউসের কর্মচারীর দায় স্বীকার

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় আপন কফি হাউসে তরুণীকে মারধরের মামলায় গ্রেপ্তার কর্মচারী শুভ সূত্রধর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে অন্য আসামি ম্যানেজার আল আমিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুভর জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।

অন্য আসামি আল আমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার।

মন্তব্য

ধানমণ্ডির সড়কে চার মাস ধরে চাঁদা আদায় করেন সেই আশরাফুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধানমণ্ডির সড়কে চার মাস ধরে চাঁদা আদায় করেন সেই আশরাফুল

রাজধানীর ধানমণ্ডিতে সড়কে প্রাইভেট কার থেকে আশরাফুল আলম (২৩) নামের এক তরুণের চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এর পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আশরাফুল আলম পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি ও আরো কয়েকজন সড়কে প্রাইভেট কার ও মোটরবাইক থেকে তিন থেকে চার মাস ধরে জোরপূর্বক চাঁদা আদায় করছিলেন।

গতকাল বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

মন্তব্য

সাবেক এমপি ফারুকের ২৮ বিঘা জমি জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক এমপি ফারুকের ২৮ বিঘা জমি জব্দ

রাজশাহী-৩ আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী ও তাঁর স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর নামে থাকা ২৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৬৮ ব্যাংক হিসাবের চার কোটি ১৭ লাখ ৯১ হাজার ৫৭৭ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এ ছাড়া আরেক আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিন দুদকের সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মাদক পাচার, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলা চলমান। প্রাথমিক তদন্তে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে আছেন মর্মে তথ্য পাওয়া গেছে।

মন্তব্য
সংক্ষিপ্ত

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ভূমিহীন আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ভূমিহীন আন্দোলন

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নামের একটি সংগঠন। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশে স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকার কারণে লুটপাট, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে। স্থানীয় নাগরিকরা তাদের রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত, তাই অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা।

বক্তারা আরো বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের দায়িত্ব নেওয়ায় সারা দেশের লাখো ভূমিহীন পরিবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ