ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জাতীয় কবিতা পরিষদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জাতীয় কবিতা পরিষদের
শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও সব ধরনের সহিংসতা প্রতিরোধে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জাতীয় কবিতা পরিষদ। ছবি : কালের কণ্ঠ

সারা দেশে ধর্ষণ ও নিপীড়ন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। পরিষদের নেতারা বলেছেন, শুধু ধর্ষণ নয়, নারীর প্রতি যেসব ঘটনা ঘটছে এবং বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অগ্রহণযোগ্য। এটা কেবল নারীর ইস্যু নয়, একটি ভয়াবহ সামাজিক সমস্যা ও জাতীয় সংকট হিসেবে দেখা দিয়েছে। তাই এসব ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও সব ধরনের সহিংসতা প্রতিরোধে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন তাঁরা। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্কাদক কবি রেজাউদ্দিন স্টালিন, সাংগঠনিক সম্কাদক শাহীন রেজা, কবি শহিদুল্লাহ ফারায়জি, সাংবাদিক শাহীন চৌধুরী, তাসকিনা ইয়াসমিন, শিমুল পারভীন, ইউসুফ রেজা প্রমুখ।

কবি মোহন রায়হান বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে ধর্ষক ও নিপীড়কদের আস্ফাালন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে কমপক্ষে ছয় হাজার ৩০৫ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এর মধ্যে তিন হাজার ৪৭১ জনের বয়স ১৮ বছরের নিচে, যা মোট ঘটনার ৫৫ শতাংশের বেশি। শিশু থেকে বৃদ্ধা, সবাই নির্যাতন-নিপীড়নের শিকার। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারকে এ বিষয়ে কঠিন পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন ও সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শিক্ষা ভবন, দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি

শেয়ার
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি
শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গতকাল প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে যাত্রা করে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

পররাষ্ট্র উপদেষ্টাকে নেপাল সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পররাষ্ট্র উপদেষ্টাকে নেপাল সফরের আমন্ত্রণ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে নেপাল সফরের আমন্ত্রণ জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেউবা। আগামী ১৬ থেকে ১৮ মে কাঠমাণ্ডুতে অনুষ্ঠেয় সাগরমাথা সম্বাদ সংলাপে যোগদানের জন্য তিনি এ আমন্ত্রণ জানান। বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে পররাষ্ট্র উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র উপদেষ্টা এবং নেপালের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, সংযোগ, জলবায়ু পরিবর্তন ও পর্যটন বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া তাঁরা সার্ক, বিমসটেক ও বিবিআইএনসহ আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক জোট থেকে পারস্পরিক সুবিধা পাওয়ার বিষয়েও আলোচনা করেন। সাগরমাথা সম্বাদ হচ্ছে নেপাল সরকার আয়োজিত বহুপক্ষীয় বৈশ্বিক সংলাপ ফোরাম। নেপালে প্রথমবারের মতো এই  সংলাপ হচ্ছে।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে মশাল মিছিল
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে মশাল মিছিল করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বাম ধারার রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠন। ছবি : কালের কণ্ঠ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বাম ধারার রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শাহবাগ থেকে এ মিছিল শুরু হয়। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে যায় এ মিছিল।  সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এ সময় আগামী শনিবার সকাল ১১টায় শাহবাগে গণমিছিলের ডাক দেন বিভিন্ন সংগঠনের নেতারা। শহীদ মিনারের সমাবেশে গতকাল ধর্ষণবিরোধী পদযাত্রার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন নেতারা। এ সময় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার বলেন, দেশজুড়ে মানুষ ধর্ষকদের বিচারের দাবিতে আন্দোলন করছে। মানুষের জান-মালের নিরাপত্তা দিতে এ সরকার নিদারুণভাবে ব্যর্থ।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাঁর ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহিন শাহরিয়ার রেজা বলেন, অব্যাহত খুন-ধর্ষণের বিরুদ্ধে আমরা এ মশাল মিছিল করেছি। দুপুরে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের ব্যানারে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশ নৃশংসভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের চরিত্র পরিষ্কার হয়ে গেছে।

মন্তব্য
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তথ্য

ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল হচ্ছে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল হচ্ছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার জানিয়েছেন, দেশটি ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে একটি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সাহায্য স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন, যাতে তাঁর প্রশাসন বিদেশে ব্যয় পর্যালোচনা করে আমেরিকা ফার্স্ট এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়এমন কর্মসূচিগুলো বাতিল করতে পারে।

মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ছয় সপ্তাহের পর্যালোচনার পর আমরা আনুষ্ঠানিকভাবে ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করছি।

তিনি আরো বলেন, পাঁচ হাজার ২০০টি চুক্তি এখন বাতিল করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের মূল জাতীয় স্বার্থে কাজ করেনি (এবং কিছু ক্ষেত্রে ক্ষতিও করেছে)।

ইউএসএআইডি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের মানবিক সাহায্য বিতরণ করে থাকে। যার মধ্যে প্রায় ১২০টি দেশে স্বাস্থ্য ও জরুরি সহায়তা কর্মসূচি অন্তর্ভুক্ত। ইউএসএআইডিকে তত্ত্বাবধানকারী পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২৬ ফেব্রুয়ারি সংস্থাটির ৯২ শতাংশ কর্মসূচি তহবিল কাটার ইচ্ছা প্রকাশ করে এবং পাঁচ হাজার ৮০০টি অনুদান বাতিলের কথা জানায়।

মার্কো রুবিও সোমবার বিশেষভাবে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সিকে (ডোজ) ধন্যবাদ জানান, যেখানে ধনকুবের ইলন মাস্ক সরকারি বিভাগগুলোর ব্যয় কমানো এবং চাকরিচ্যুতির উদ্যোগ নেতৃত্ব দিচ্ছেন।

ট্রাম্প ও তাঁর মিত্ররা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে বৈদেশিক সাহায্য অপচয়মূলক এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করে না।

তবে ত্রাণ সংস্থাগুলো বলছে, বৈদেশিক সাহায্যের বেশির ভাগই বিদেশে স্থিতিশীলতা ও স্বাস্থ্য উন্নয়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করে। তাঁরা সতর্ক করে বলেছেন, সাহায্য বাতিল হলে ঝুঁকিপূর্ণ মানুষের জীবন হুমকির মুখে পড়বে। সূত্র : এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ