জাতীয় কবিতা পরিষদ পুরস্কার-২০২৫ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ তিনজন বরেণ্য কবি। তাঁদের মধ্যে কবিতায় কবি মতিন বৈরাগী, শিশুসাহিত্যে ‘ফয়েজ আহমেদ পুরস্কার’ কবি হাসান হাফিজ এবং ‘জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পুরস্কার’ পান কবি জুলফিকার হোসেন।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই তিন কবির হাতে পুরস্কার তুলে দেন গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে কবি হাসান হাফিজ বলেন, ‘পুরস্কার এখন তিরস্কারের মতো হয়েছে।
অনেক অযোগ্য, স্বাধীনতাবিরোধীরা অতীতে পুরস্কার পেয়েছেন। তবে কবিতা পরিষদের পুরস্কার বিতর্কিত নয়। তাই এই পুরস্কার আমি মাথা পেতে নিচ্ছি। তবে সব থেকে বড় পাওয়া, এই পুরস্কার জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাত থেকে গ্রহণ করেছি।’ তিনি আরো বলেন, ‘গণ-অভ্যুত্থানে আমাদের পাঁচজন সাংবাদিক প্রাণ দিয়েছেন। গত ৫ আগস্ট প্রাথমিক বিজয় হয়েছে। এখনো নানান ষড়যন্ত্র চলছে। দেশে হচ্ছে, দেশের বাইরে হচ্ছে। এ বিষয়ে কবিতা পরিষদকে সতর্ক থাকতে হবে।’
সভাপতির বক্তব্যে কবি মোহন রায়হান বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অস্ত্রের মুখে আমাদের বের করে দিয়ে জাতীয় কবিতা পরিষদ দখল করে নেওয়া হয়েছিল। পতিত স্বৈরাচার, খুনি, ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৬ বছরে কবি নামধারীরা বাড়ি, গাড়ি, প্লট, পুরস্কার নিয়েছেন।’