দেশে ‘স্মরণকালের ভয়ার্ত’ পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, ‘ঢালাওভাবে সবাইকে আওয়ামী লীগের দোসর বানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তারক্ষীদের জীবনেরই নিরাপত্তা নেই। এমন ভয়ার্ত পরিস্থিতি স্মরণকালে নেই বললেই চলে।