মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন. ওয়ং গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোন বৈঠক করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন। এটি নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ৭৩ মিলিয়ন ডলার অর্থ সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে।