বিএনপি নেতা ফজলুর রহমান

যাদের ভোট নেই, তারা বিপুল ক্ষমতা দেখাচ্ছে

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ প্রতিনিধি
শেয়ার
যাদের ভোট নেই, তারা বিপুল ক্ষমতা দেখাচ্ছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জামায়াতে ইসলামীর উদ্দেশে বলেছেন, নির্বাচন হলে যে দল তিনটি আসন পাবে না, তারা এখন ৩০০ আসনের ক্ষমতা দেখাচ্ছে। এ দলের নেতারা প্রকাশে্য বলছেন, ডিসি অফিস তাঁদের, তাঁদের কথায় ডিসি চলেন, ইউএনও চলেন, প্রশাসন তাঁদের কথায় কাজ করে। তিনি বলেন, কেন এসব করছেন? বাপের বেটা অইলে ইলেকশনে আসো। তখন দেখা যাবে দেশের মানুষ কারে দায়িত্ব দেয়।

গত মঙ্গলবার রাতে নিজ এলাকা কিশোরগঞ্জের ইটনা উপজেলার পুরান বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের ঈদ পুনর্মিলনী ও পথসভায় ফজলুর রহমান এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীরা করতালি দিয়ে তাঁর বক্তব্যকে সমর্থন জানান।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, আমি জামায়াতের আমিরকে জিজ্ঞেস করতে চাই, আমি যেসব কথা বলি এগুলো কি মিথ্যা কথা? তাহলে আপনার শিবির ও জামায়াতের কর্মীরা আমারে এত বকাবকি করে কেন? আপনারা পাল্লা মার্কা নিয়া নির্বাচন করবেন, করেন; এতে আমার আপত্তি নাই। আর আমরা ধানের শীষ লইয়া নির্বাচন করব।

জনগণকে সিদ্ধান্ত নিতে দেন। যারা ভোটে জিতব, তারা দেশ চালাইব।

তিনি আরো বলেন, খালি বকাবকি করেন কেন? আর পেছন দিক দিয়ে কালো অন্ধকারে বসে কুটকুট করেন কেন? ১০ বছর কেমনে বিনা ভোটে থাকা যায়। কারণ জানেন, ভোট করলে জামানত থাকবে না।

কূটকৌশল করে ক্ষমতায় থাকতে চান। এইটা কইলেই ফজলুর রহমান খারাপ।

ফজলুর রহমান বলেন, যারা ওই মুক্তিযুদ্ধের সময় দালালি করছে, রাজাকার-আলবদর ছিল। তৌহিদি জনতার নামে আমার পোস্টারে কেন জুতা মারেন? মারেন, আমার কপালেও মারেন। জীবনবাজি রাইখ্যা দেশ স্বাধীন করে আপনাদের ক্ষমা করছি বলেই তো বেঁচে আছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

থানাহাজতে আসামির মৃত্যুর ঘটনায় নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
থানাহাজতে আসামির মৃত্যুর ঘটনায় নিন্দা

ভোলায় থানাহাজতে আসামির মৃত্যুর ঘটনায় নিন্দা উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গতকাল বৃহস্পতিবার এমএসএফের এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। এমএসএফের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রীয় হেফাজতে থাকা যেকোনো ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা পুলিশের আইনি দায়িত্ব। উল্লেখ্য, ঈদের দিন ধর্ষণের অভিযোগে এলাকাবাসীর গণপিটুনির শিকার গার্মেন্টসকর্মী মোহাম্মদ হাসানকে (২৩) পুলিশ আটক করে থানাহাজতে আটকে রাখে।

এরপর রাত ১২টা ১৮ মিনিটে হাজতের বাথরুমে গিয়ে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে থানার পুলিশ জানিয়েছে।  এমএসএফ মনে করে, হাজতখানায় আত্মহত্যা করা অসম্ভব। ফলে পুলিশের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।

মন্তব্য

সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ১

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ১

নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগানসহ উসকানিমূলক বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনায় লিটন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে রামকৃষ্ণপুর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লিটন ওই গ্রামের ইসাহাক আলীর ছেলে। স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা ভেসে ওঠে।

ঘটনাটি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে। লালপুর থানার ওসি নাজমুল হক জানান, আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

কেরানীগঞ্জে ফোম কারখানায় আগুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
কেরানীগঞ্জে ফোম কারখানায় আগুন

ঢাকার কেরানীগঞ্জে ইডেন ফোম নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে মালিকপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কারখানায় ধোঁয়া দেখতে পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। কারখানাটি তালাবদ্ধ থাকায় এলাকাবাসী আগুন নেভাতে পারেনি। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জনবসতি এলাকায় দীর্ঘদিন ধরে পাশাপাশি দুটি ফোম কারখানা বিপজ্জনকভাবে ফোম উৎপাদন করে আসছিল।

সাউন্ড সিস্টেম দোকানের মালিক রমজান বলেন, বহু কষ্টে ধারদেনা করে ব্যবসা করছি, কিন্তু নিমিষেই সব শেষ। আমি মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করছি।

কারখানার মালিক সাদ্দাম হোসেন বলেন, কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র ছিল। লোকজন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার কাজল মিয়া জানান, কারখানার কোনো অনুমোদন ছিল না।

মন্তব্য

সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণসামগ্রী ও মেডিক্যাল সহায়তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণসামগ্রী ও মেডিক্যাল সহায়তা

সাতক্ষীরার আশাশুনিতে নদীর বাঁধ ভেঙে প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মধ্যে গতকাল বৃহস্পতিবার ত্রাণসামগ্রী ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে নৌবাহিনী। গতকাল এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে গত সোমবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়। আকস্মিক এ প্লাবনে চিংড়িঘের, বোরো ধানের ক্ষেতসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায় এবং অনেক মানুষকে পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনীর ত্রাণ ও মেডিক্যাল দল ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সামগ্রী বিতরণ করছে। আশাশুনির এই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নৌবাহিনীর ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের যেকোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশ নৌবাহিনী সব সময় নির্ভরতার প্রতীক হয়ে পাশে দাঁড়িয়েছে।

সংকটকালে জনগণের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার।

মন্তব্য

সর্বশেষ সংবাদ